Panchayat Election 2023: নির্দল প্রার্থীর মেয়েকে গুলি!

Panchayat Election 2023: নির্দল প্রার্থীর মেয়েকে গুলি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 08, 2023 | 11:19 AM

নির্দল প্রার্থীর মেয়েকে গুলি,অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে উদ্ধার একটি গুলি ও একটি গুলির খোল। পুলিশকে জানানোর পরও গুলি বা গুলির খোল উদ্ধার করেনি পুলিশ। ঘটনায় আতঙ্কিত তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের টিপনা এলাকার বাসিন্দারা।

নির্দল প্রার্থীর মেয়েকে গুলি,অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে উদ্ধার একটি গুলি ও একটি গুলির খোল। পুলিশকে জানানোর পরও গুলি বা গুলির খোল উদ্ধার করেনি পুলিশ। ঘটনায় আতঙ্কিত তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের টিপনা এলাকার বাসিন্দারা। নির্দল প্রার্থীর নাম পিন্টু সিং ,তিনি ১৪৬ নং গ্রাম সাংসদ থেকে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল থেকে প্রার্থী হয়েছেন। গুলিবিদ্ধ নির্দল প্রার্থী পিন্টু সিংহ এর মেয়ে চন্দনা সিং। তাকে কোলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পিন্টু সিংহ এর অভিযোগ গত কাল রাতে এক দল দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয়ে পরিবারের সবাইকে বন্দুকের বাঁট দিয়ে মারধোর করে এমনকি তার ছেলে শ্রীমন্ত সিং কে প্রথমে গুলি চালায় দুষ্কৃতীরা, এর পর তার মেয়েকে লক্ষ করে গুলি চালানো হয়। ছেলের গুলি না লাগলেও মেয়ের মাথায় গুলি লাগে এবং রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। এর পরই তাকে কোলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।বর্তমানে তার শাররীক অবস্থা স্থিতিশীল। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী দ্বীপ হাঁসদা জানান তিনি এই ঘটনার সাথে যুক্ত নন তার পস্তাবক অরবিন্দ ধারা এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। দোষী হলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিক।