SIR: BLO ভোটারদের বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছেন না বলে অভিযোগ!

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 10, 2025 | 5:02 PM

SIR: বিক্ষোভকারী ভোটারদের অভিযোগ, গত মঙ্গলবার থেকে ফর্ম বিতরণ শুরু হলেও বিএলও ফারহাদ হোসেন পিয়াদা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম বিতরণ করছে না। উল্টে স্থানীয় এক তৃণমূলের কাছ থেকে স্লিপ করে নিয়ে এলে তবেই ফর্ম দেওয়া হবে বলে জানানোর পর থেকে ক্ষোভ বাড়তে থাকে।

দক্ষিণ ২৪ পরগনা: বিএলওর কাছ থেকে এসআইআরের এনুমারেশন ফর্ম না পেয়ে বিএলওর বাড়ির সামনেই বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি কুলপি বিধানসভার ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীনারায়ণপুর পশ্চিম গ্রামের ১৮০ নম্বর বুথের। বিক্ষোভকারী ভোটারদের অভিযোগ, গত মঙ্গলবার থেকে ফর্ম বিতরণ শুরু হলেও বিএলও ফারহাদ হোসেন পিয়াদা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম বিতরণ করছে না। উল্টে স্থানীয় এক তৃণমূলের কাছ থেকে স্লিপ করে নিয়ে এলে তবেই ফর্ম দেওয়া হবে বলে জানানোর পর থেকে ক্ষোভ বাড়তে থাকে।