SIR-এর শুনানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের চাকুলিয়া
রণক্ষেত্র চাকুলিয়াImage Credit source: TV9 Bangla

SIR-এর শুনানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের চাকুলিয়া

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 15, 2026 | 5:57 PM

ইসলামপুর ও পার্শ্ববর্তী সব থানায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিডিও অফিস যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তার জন্য তা খুবই উদ্বেগজনক। আসবাব থেকে শুরু করে নথি, সবই পুড়িয়ে দেওয়া হয়েছে। এসআইআর-এর অনেক নথিও পুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

এসআইআরের শুনানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের চাকুলিয়া। পুড়িয়ে দেওয়া হল বিডিও অফিস। আসবাব থেকে শুরু করে অফিসের ভিতরের সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। রাস্তার মাঝে দাউদাউ করে জ্বলছে আগুন। বাঁশ নিয়ে রাস্তায় নেমেছেন বহু মানুষ। ভয়াবহ পরিস্থিতি গোটা এলাকায়। ইসলামপুর ও পার্শ্ববর্তী সব থানায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিডিও অফিস যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তার জন্য তা খুবই উদ্বেগজনক। আসবাব থেকে শুরু করে নথি, সবই পুড়িয়ে দেওয়া হয়েছে। এসআইআর-এর অনেক নথিও পুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।