Bankura: SIR আতঙ্কে মৃত্যু?

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 01, 2026 | 4:22 PM

২০০২ সালের নথি বা তথ্য না থাকায় উদ্বেগে দিন কাটছিল বৃদ্ধার মবশেষে শুনানির আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই বৃদ্ধার। পরিবারের দাবি এস আই আর এর শুনানি আতঙ্কেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লেদার ঘাট গ্রামের। মৃতার নাম রহিমা বিবি।

ভোটার কার্ড, আধার কার্ড সবই আছে। কিন্তু গননা ফর্মে ২০০২ সালের ভোটার তালিকার তথ্য দিতে না পারায় এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছিলেন। ২০০২ সালের নথি বা তথ্য না থাকায় উদ্বেগে দিন কাটছিল বৃদ্ধার মবশেষে শুনানির আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই বৃদ্ধার। পরিবারের দাবি এস আই আর এর শুনানি আতঙ্কেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লেদার ঘাট গ্রামের। মৃতার নাম রহিমা বিবি।