SIR শুনানির তৃতীয় দিনে বাঁকুড়ায় শুরু শুনানি-পর্ব
ব্যতিক্রম ছিল বাঁকুড়া জেলা। আজ থেকে এই জেলায় শুরু হচ্ছে নো ম্যাপড ভোটারদের শুনানি। প্রশাসন সূত্রে জানা গেছে এই জেলায় নো ম্যাপড ভোটারদের মোট সংখ্যা ২৫৯০০ জন। এই ভোটারদের শুনানির জন্য সকাল থেকেই নো ম্যাপড ভোটারদের ভিড় জমতে শুরু করেছে।
বাঁকুড়া: বাঁকুড়া জেলার ব্লকে ব্লকে আজ থেকে শুরু হল এস আই আর এর শুনানি পর্ব। সকাল থেকেই প্রতিটি ব্লকের বিডিও অফিস গুলিতে শুনানির জন্য হাজির হয়েছেন নো ম্যাপিং তালিকায় থাকা ভোটাররা। নির্বাচন কমিশনের নির্দেশে সারা রাজ্যেই ২৭ ডিসেম্বর থেকে নো ম্যাপিং থাকা ভোটারদের শুনানি শুরু হয়েছে। কিন্তু ব্যতিক্রম ছিল বাঁকুড়া জেলা। আজ থেকে এই জেলায় শুরু হচ্ছে নো ম্যাপড ভোটারদের শুনানি। প্রশাসন সূত্রে জানা গেছে এই জেলায় নো ম্যাপড ভোটারদের মোট সংখ্যা ২৫৯০০ জন। এই ভোটারদের শুনানির জন্য সকাল থেকেই নো ম্যাপড ভোটারদের ভিড় জমতে শুরু করেছে।