SIR Hearing: শুনানিতে ডাক পেলে কোন নথি নিয়ে যাবেন আপনি?
Election Commission Of India, SIR Hearing Documents: কিন্তু আপনি যদি কোনও কারণে ডাক পান? তাহলে কোন কোন নথি আপনার প্রয়োজন হবে, জানেন কি আপনি? কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কোন কোন নথি আপনাকে সঙ্গে রাখতে হবে।
আচ্ছা, কমিশন তো জানিয়ে দিয়েছে কোন কোন কারণে ভোটারদের হিয়ারিংয়ে ডাকতে চলেছে তারা। কিন্তু আপনি যদি কোনও কারণে ডাক পান? তাহলে কোন কোন নথি আপনার প্রয়োজন হবে, জানেন কি আপনি? কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কোন কোন নথি আপনাকে সঙ্গে রাখতে হবে।
কেন্দ্র, রাজ্য বা কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র এখানে কাজে লাগবে। যাঁরা পেনশন পান, তাঁদের পেনশন পেমেন্ট কার্ড থাকলেই হবে। ১৯৮৭ সালের আগে ইস্যু হওয়া যে কোনও পরিচয়োপত্র বা সার্টিফিকেট, বা সরকারি জন্ম সার্টিফিকেট থাকলেও হবে। আপনার যদি পাসপোর্ট থাকে, তাহলেও হবে। এ ছাড়াও স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট যেখানে বা বিশ্ববিদ্যালয় স্তরে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নথি থাকলেও হবে।
Published on: Dec 19, 2025 06:03 PM