তালিকায় নাম নেই, কেবল প্রয়োজন এই একটা নথিই

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 16, 2025 | 5:21 PM

SIR In WB: মৃত, নিখোঁজ বা স্থানান্তরিত ভোটারদের নাম তো বাদ পড়েছে, কিন্তু সমস্যায় পড়েছেন তাঁরা, যাঁরা নিজেদের নাম খসড়া তালিকায় দেখতে পাচ্ছেন না। কমিশনের তরফে বারবার বলা হয়েছে, নাম না থাকলেও পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে ভয় পাওয়ার কিছু নেই। এবার ডাকা হবে শুনানিতে।

কলকাতা: মঙ্গলবার সকাল প্রথমেই প্রকাশিত হয়েছে বাদ যাওয়া নামের তালিকা। তারপর প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গের খসড়া তালিকা। অর্থাৎ যে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছে, সেটাও যেমন দেখা যাচ্ছে, তেমনই সামনে এসেছে লিস্টে থাকা নাম। মৃত, নিখোঁজ বা স্থানান্তরিত ভোটারদের নাম তো বাদ পড়েছে, কিন্তু সমস্যায় পড়েছেন তাঁরা, যাঁরা নিজেদের নাম খসড়া তালিকায় দেখতে পাচ্ছেন না। কমিশনের তরফে বারবার বলা হয়েছে, নাম না থাকলেও পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে ভয় পাওয়ার কিছু নেই। এবার ডাকা হবে শুনানিতে। সেখানে কী নিয়ে যাবেন, কোথায় যেতে হবে, সব তথ্য একনজরে।