SIR নিয়ে বঙ্গ বিজেপিকে স্ট্রাটেজি বলে দিলেন নিতিন নবীন, কী করতে হবে?
West Bengal Assembly Election 2026: বাংলায় SIR-এর প্রচার আরও জোরদার করার নির্দেশ নিতিন নবীনের। পশ্চিমবঙ্গ, অসমের মতো রাজ্যে জনবিন্যাসের পরিবর্তন ভাবাচ্ছে বিজেপিকে। সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠকেই ইঙ্গিত স্পষ্ট করে দিলেন নিতিন নবীন।
বাংলায় SIR-এর প্রচার আরও জোরদার করার নির্দেশ নিতিন নবীনের। পশ্চিমবঙ্গ, অসমের মতো রাজ্যে জনবিন্যাসের পরিবর্তন ভাবাচ্ছে বিজেপিকে। সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠকেই ইঙ্গিত স্পষ্ট করে দিলেন নিতিন নবীন।
সূত্রের খবর, বৈঠকে নিতিন বলেছেন, জনবিন্যাসের পরিবর্তন বদলে দিচ্ছে রাজনৈতিক সমীকরণ। এই পরিবর্তন বিজেপির কাছে বাড়তি চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এসআইআর নিয়ে প্রচার আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রথম বৈঠকেই পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রস্তুতিতে আরও গতি আনার নির্দেশ শমীককে দিয়েছেন নব নির্বাচিত সভাপতি।