SIR: মা জানেনই না তাঁর সন্তান আছে! SIR-র ফর্ম ফিলআপ করতে গিয়ে যা বেরল…

|

Nov 23, 2025 | 2:12 PM

Alipurduar: হায়দর শেখের ভোটার কার্ড, পাসপোর্টে মা-বাবার নাম অনিমা বিবি ও বল্লাল শেখ। এদিকে অনিমা বিবি তাঁদের এই সন্তানের কথা জানেনই না। এসআইআরের ফর্ম ফিলআপ করতে গিয়েই বিষয়টি নজরে আসে। অভিযোগ জানান বিডিও-র কাছে। যদিও হায়দর শেখের দাবি, অনিমা বিবি ও বল্লাল শেখের পালিত সন্তান তিনি।    

এসআইআর শুরু হতেই একের পর এক কীর্তি ফাঁস। কেউ ভিনদেশ থেকে এসে নথি বানিয়ে ভোটার হয়ে গিয়েছেন, কেউ আবার ভুয়ো নথি দিয়ে নাগরিক হয়েছেন। কিন্তু এমন শুনেছেন যে ভোটার কার্ডে যাদের মা-বাবা বলে উল্লেখ করা হয়েছে, তারা জানেনই না? আলিপুরদুয়ারের হ্যামিলটনগঞ্জের নেতাজি পল্লীর ঘটনা। সেখানে হায়দর শেখের ভোটার কার্ড, পাসপোর্টে মা-বাবার নাম অনিমা বিবি ও বল্লাল শেখ। এদিকে অনিমা বিবি তাঁদের এই সন্তানের কথা জানেনই না। এসআইআরের ফর্ম ফিলআপ করতে গিয়েই বিষয়টি নজরে আসে। অভিযোগ জানান বিডিও-র কাছে। যদিও হায়দর শেখের দাবি, অনিমা বিবি ও বল্লাল শেখের পালিত সন্তান তিনি।