Viral Video: রাজকীয় সিংহাসনে বসে বিয়েবাড়ির ভুরিভোজ!
আপনি নিশ্চয়ই অনেক বিয়েতে গিয়েছেন, কিন্তু দেখুন তো এমন আয়োজন দেখেছেন কখনও? যেখানে অতিথিদের খাওয়ানো হচ্ছে এক্কেবারে রাজকীয়ভাবে। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে।
আপনি নিশ্চয়ই অনেক বিয়েতে গিয়েছেন। কিন্তু দেখুন তো এমন আয়োজন দেখেছেন কখনও?। যেখানে অতিথিদের খাওয়ানো হচ্ছে এক্কেবারে রাজকীয়ভাবে। ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে দক্ষিণ ভারতের কোনও বিয়ের আয়োজন বলে মনে হচ্ছে। এখানে অতিথিদের খাবারের এমন আয়োজন করা হয়েছে যে,চোখ সরাতে পারবেন না আপনিও। অতিথিদের জন্য সিংহাসনের নকশা সহ রাজকীয় চেয়ারে বসানো হয়েছে। টেবিলটিও কিন্তু সাধারণ নয়। যে স্ট্যান্ডে প্লেট রেখে তারা খাচ্ছেন সেটিও খুব বিশেষ। সোনালি রঙের চেয়ার আর ময়ূরপঙ্খী স্ট্যান্ড সবাইকে অবাক করেছে। এক টুইটার ব্য়বহারকারী ভিডিয়োটি শেয়ার করেছেন। পোস্ট করার পর থেকেই ভাইরাল এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে ৩০ হাজারেরও বেশি ভিউ হয়েছে। আর ৪০০ জনেরও বেশি মানুষ লাইক করেছেন। কেউ বলেছেন,’এমন কোনও বিয়ের নিমন্ত্রন পেলে আমি দু’বার খেতে বসবো’।