Siuri Hospital Problem: সুপার স্পেশালিটি হাসপাতালে কাজ বন্ধ ঠিকা কর্মীর

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 24, 2023 | 7:53 PM

বেতন না পেয়ে হাসপাতালের কাজ বন্ধ রেখে বিক্ষোভ ১৫৬ ঠিকা কর্মীর। প্রায় দুমাস বেতন পাননি। আর তারই প্রতিবাদে এবার কাজ বন্ধ করে দিলো সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিকা কর্মীরা। ১৫২ জন কর্মী এদিন কর্মবিরতি পালন করেন। এদিকে তাদের কর্মবিরতির জেড়ে হাসপাতালের বেহাল অবস্থা।

বেতন না পেয়ে হাসপাতালের কাজ বন্ধ রেখে বিক্ষোভ ১৫৬ ঠিকা কর্মীর। প্রায় দুমাস বেতন পাননি। আর তারই প্রতিবাদে এবার কাজ বন্ধ করে দিলো সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিকা কর্মীরা। ১৫২ জন কর্মী এদিন কর্মবিরতি পালন করেন। এদিকে তাদের কর্মবিরতির জেড়ে হাসপাতালের বেহাল অবস্থা। অভিযোগ, বারবার জানিও যে সংস্থার ঠিকা কর্মী হিসাবে কাজ করছেন তারা সেই সংস্থা কর্নপাত করছেনা।

তাই বাধ্য হয়েই কর্মবিরতি বলেই দাবি ঠিকাকর্মীদের। হাসপাতাল সুপার নিলাঞ্জন মন্ডল বলেন, রাজ্য চেষ্টা করছে। আমরা ওনাদের অনুরোধ করছি যাতে পরিষেবা বিঘ্নিত না হয়। যদিও ঠিকা কর্মীরা তাদের অবস্থানে অনড়। তাদের দাবি যতক্ষণ না সুনির্দিষ্ট কোন গাইডলাইন আমাদের জন্য দেওয়া হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে ততক্ষণ সমস্ত কাজ বন্ধ থাকবে হাসপাতালে। অন্যদিকে হাসপাতালের কাজ বন্ধ রাখায় চরম অস্বস্তিতে রোগী ও রোগীর পরিবারের লোকজন।

Ben Stokes in IPL 2024: আইপিএলকে ‘না’ বেন স্টোকসের
Fraud Police in Serampore: পুলিশের জালে নকল অফিসার
Ben Stokes in IPL 2024: আইপিএলকে ‘না’ বেন স্টোকসের
Fraud Police in Serampore: পুলিশের জালে নকল অফিসার