Skeleton Recover: বাড়ি তৈরির ভিত কাটতেই এ কী বেরল! হাড়হিম কাণ্ড

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 01, 2025 | 4:44 PM

Skeleton Recover: খবর দেওয়া হয় অশোকনগর থানায় ঘটনাস্থলে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামনি নস্কর-সহ একাধিক পুলিশ কর্তারা। খুলি ও হাড়গোড় দেখে প্রাথমিক অনুমান অনেক পুরনো। তবে এখানে কীভাবে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে বাহিনী মোতায়েন করেছে।

উত্তর ২৪ পরগনা: বাড়ি তৈরির জন্য ভিত কাটতেই উদ্ধার মানুষের মাথার খুলি ও কঙ্কাল, চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটে অশোকনগর থানার কল্যাণগড় বাজারের স্বামীজি সঙ্ঘ ক্লাবের পাশে। একটি বাড়ি তৈরি করার জন্য ভিত কাটার কাজ চলছিল সেই সময় হঠাৎ উদ্ধার হয় মাথার খুলি, পরবর্তীতে মাটি আরও খুঁড়তেই উদ্ধার হয় একাধিক হাড়গোড়। খবর দেওয়া হয় অশোকনগর থানায় ঘটনাস্থলে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামনি নস্কর-সহ একাধিক পুলিশ কর্তারা। খুলি ও হাড়গোড় দেখে প্রাথমিক অনুমান অনেক পুরনো। তবে এখানে কীভাবে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে বাহিনী মোতায়েন করেছে।