নতুন আর্ট গ্যালারি পেল নিউটাউন
প্ল্যাটিনাম গ্রিন সিটি নিউ টাউন এবার পেল একটা আর্ট গ্যালারি।সিটি সেন্টার ২ এর উল্টো দিকে খুলে গেল নিউটাউনের নতুন আর্ট গ্যালারি, স্মার্ট আর্ট গ্যালারি।
এই মুহূর্তে দুনিয়া জুড়ে একটা বিরাট বাজার দখল করে আছে শিল্পকলা। প্ল্যাটিনাম গ্রিন সিটি নিউ টাউন এবার পেল একটা আর্ট গ্যালারি।সিটি সেন্টার ২ এর উল্টো দিকে খুলে গেল নিউটাউনের নতুন আর্ট গ্যালারি, স্মার্ট আর্ট গ্যালারি। হিডকো চেয়ারম্যান পদে আসীন হওয়ার পর এই নিউটাউনের কোনও অনুষ্ঠানে পৌরহিত্য করলেন ফিরহাদ হাকিম। আধুনিক জীবনযাত্রায় মন ভাল রাখতে এক লহমার টাটকা দিতে পারে শিল্পকলা তাই সিটি সেন্টারের বিপণনের পাশাপাশি প্রয়োজন এই ধরনের মগজের পুষ্টি দেওয়া বিনোদন। সাধারণ মানুষের আয়ত্ত্বের মধ্যে ছোট ছোট চিত্রকলা , ভাস্কর্য এবং ইনস্টলেশন আর্ট এই প্রদর্শনী কক্ষে রাখতে হলে শিল্পী এবং শিল্পী গোষ্ঠীদের দিতে হবে না কোনও রকম ভাড়া। মাত্র ছয় মাসের মধ্যে এই প্রকল্পের বাস্তবায়ন করেছে এনকেডিএ।