ধর্ষণ করাই তৃণমূলের সংস্কৃতি, মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ স্মৃতি ইরানির
ছবিঃ TV9Bangla

‘ধর্ষণ করাই তৃণমূলের সংস্কৃতি’, মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ স্মৃতি ইরানির

সৌরভ পাল |

Mar 31, 2021 | 5:20 PM

তৃণমূলকে বিঁধে স্মৃতি ইরানি (Smriti Irani) আরও বলেন, "তৃণমূলের সংস্কৃতি মহিলাকে ধর্ষণের সংস্কৃতি।"

শ্যামপুরে তনুশ্রীর (Tanushree) প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারে স্মৃতির নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিনেত্রী প্রার্থী তনুশ্রীর পক্ষে সওয়াল করে তিনি বলেন, “আগামী ৬ তারিখ পদ্ম বোতাম টিপে তনুশ্রীকে মানুষের কাজ করার সুযোগ করে দিন”। এদিন তৃণমূলকে বিঁধে তিনি আরও বলেন, “তৃণমূলের সংস্কৃতি মহিলাকে ধর্ষণের সংস্কৃতি।”

 

[embedyt] https://www.youtube.com/watch?v=iJ2xxO-9AbY[/embedyt]

Published on: Mar 31, 2021 05:10 PM