আর রাখঢাক নয়, বড় ঘোষণা করে দিলেন স্মৃতি মন্দানা
Smriti Mandana-Palash Muchchal: ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন স্মৃতি মন্দানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের। শনিবার (৭ ডিসেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্ট করে তিনি জানান, দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
জল্পনাই সত্যি হল। বিয়ে ভাঙল স্মৃতি মন্দানা-পলাশ মুচ্ছলের। প্রথমে স্মৃতি এবং ঠিক তারপরই পলাশ, দুইজনেই ইন্সটাগ্রাম পোস্টে জানালেন, তাঁদের বিয়ে স্থগিত নয়, পাকাপাকিভাবে ভেঙে গিয়েছে। ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন স্মৃতি মন্দানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের। শনিবার (৭ ডিসেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্ট করে তিনি জানান, দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে বহু জল্পনা চলছে। আমি খুবই ব্যক্তিগত মানুষ, তাই এমন বিষয়ে কথা বলতে পছন্দ করি না। কিন্তু জানানো জরুরি—বিয়ে বাতিল করা হয়েছে।”