Crane Viral Video: পুকুরের জলে সাপ-সারসের লড়াই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 27, 2023 | 2:44 PM

সাপ এমনভাবে দাঁত বসিয়ে দেয় যে,ওই সারসের ডানা থেকে রক্তও বেরোতে থাকে। কিন্তু পাখিটাও ছাড়ার পাত্র নয়। সে তখন তার চঞ্চু দিয়ে সাপটিকে সরিয়ে দেয়

Follow Us

একটি ভিডিয়ো আপনার ঘুম কেড়ে নিতে পারে। একটি সারসের ডানায় দাঁত বসাতে দেখা গেল একটি বিরাট সাপকে। ভিডিয়োটি একটি পুকুরের। প্রচণ্ড গরমে সেখানে ডানা মেলে স্বস্তির স্বাদ নিচ্ছিল ওই সারস পাখিটা। এমনই সময়ে চুপটি করে পিছন থেকে এসে পাখিটার ডানায় দাঁত বসিয়ে দেয় সাপটি। এমনই ভাবে দাঁত বসিয়ে দেয় যে,ওই সারসের ডানা থেকে রক্তও বেরোতে থাকে। কিন্তু পাখিটাও ছাড়ার পাত্র নয়। সে তখন তার চঞ্চু দিয়ে সাপটিকে সরিয়ে দেয়। কারণ,তার কাছে বাঁচার জন্য এর থেকে ভাল রাস্তা আর কিছু ছিল না। জঙ্গল হোক বা মহানগর,এ যেন সর্বদা বেঁচে থাকার লড়াই। ইনস্টাগ্রামে Osman Uipon নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে ২৪৪,৭৪৩ লাইক পড়েছে। একজন লিখেছেন,’অনেকেই বলেন যে,সাপদের মেরে ফেলা উচিত। কিন্তু জঙ্গলের ভিতরে কী চলে, তা সত্যি বোঝানো সম্ভব নয়। সাপ যদি শিকার না করে তাহলে সে খাবেটা কী,বাঁচবে কী করে? ওই সারস পাখিটাও তো নিশ্চয়ই মাছ খেতে এসেছিল। সবাই তো বাঁচার চেষ্টা করে বলেই আক্রমণ করে। এই ভাবেই তো জঙ্গল এবং সর্বোপরি পরিবেশে স্বাভাবিকতা বজায় আছে’।

একটি ভিডিয়ো আপনার ঘুম কেড়ে নিতে পারে। একটি সারসের ডানায় দাঁত বসাতে দেখা গেল একটি বিরাট সাপকে। ভিডিয়োটি একটি পুকুরের। প্রচণ্ড গরমে সেখানে ডানা মেলে স্বস্তির স্বাদ নিচ্ছিল ওই সারস পাখিটা। এমনই সময়ে চুপটি করে পিছন থেকে এসে পাখিটার ডানায় দাঁত বসিয়ে দেয় সাপটি। এমনই ভাবে দাঁত বসিয়ে দেয় যে,ওই সারসের ডানা থেকে রক্তও বেরোতে থাকে। কিন্তু পাখিটাও ছাড়ার পাত্র নয়। সে তখন তার চঞ্চু দিয়ে সাপটিকে সরিয়ে দেয়। কারণ,তার কাছে বাঁচার জন্য এর থেকে ভাল রাস্তা আর কিছু ছিল না। জঙ্গল হোক বা মহানগর,এ যেন সর্বদা বেঁচে থাকার লড়াই। ইনস্টাগ্রামে Osman Uipon নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে ২৪৪,৭৪৩ লাইক পড়েছে। একজন লিখেছেন,’অনেকেই বলেন যে,সাপদের মেরে ফেলা উচিত। কিন্তু জঙ্গলের ভিতরে কী চলে, তা সত্যি বোঝানো সম্ভব নয়। সাপ যদি শিকার না করে তাহলে সে খাবেটা কী,বাঁচবে কী করে? ওই সারস পাখিটাও তো নিশ্চয়ই মাছ খেতে এসেছিল। সবাই তো বাঁচার চেষ্টা করে বলেই আক্রমণ করে। এই ভাবেই তো জঙ্গল এবং সর্বোপরি পরিবেশে স্বাভাবিকতা বজায় আছে’।

Next Video