Snake Viral Video: সাপকে স্নান করাচ্ছে কিশোরী!
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি ছোট মেয়ে নদীর জলে বসে আছে। সেখানে সাপটি ফনা তুলে তার সামনে বসে রয়েছে। মেয়েটি তার দিকে জল ছুরে দিচ্ছে। সাপটিও তাতে বিন্দু মাত্র আপত্তি জানাচ্ছে না। এমনকি কোনও রকম ক্ষতিও করছে না মেয়েটিকে।
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি ছোট মেয়ে নদীর জলে বসে আছে। সেখানে সাপটি ফনা তুলে তার সামনে বসে রয়েছে। মেয়েটি তার দিকে জল ছুরে দিচ্ছে। সাপটিও তাতে বিন্দু মাত্র আপত্তি জানাচ্ছে না। এমনকি কোনও রকম ক্ষতিও করছে না মেয়েটিকে। মাঝে মাঝে জলের ঝাপটায় ফনা আরও লম্বা করছে। এভাবেই তারা খেলা চালিয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে। ভিডিয়োটি দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে একটি অ্যাকাউন্ট থেকে। ভিডিয়োটিতে এখনও পর্যন্ত লক্ষাধিক ভিউ হয়েছে। কেউ বলেছেন,’মেয়েটির সাহসিকতার প্রশংসা না করে পারছি না’। আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন,’আমি এমন দৃশ্য প্রথম দেখলাম। দেখেই শিউরে উঠেছি। এমন কীভাবে সম্ভব?’

