৬০০-রও বেশি রাস্তা বন্ধ, বরফে মানালিতে কী হল দেখুন…

|

Jan 25, 2026 | 2:02 PM

Shimla-Manali Snowfall: মোটা বরফের চাদরে ঢাকা হিমাচল প্রদেশ। টানা বরফপাতে মানালিতে বন্ধ ৬০০-এর বেশি রাস্তা। সারারাত গাড়িতেই অপেক্ষা করতে হল পর্যটকদের। মানালিতে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে এই ভারী তুষারপাতের জন্য।

মোটা বরফের চাদরে ঢাকা হিমাচল প্রদেশ। টানা বরফপাতে মানালিতে বন্ধ ৬০০-এর বেশি রাস্তা। সারারাত গাড়িতেই অপেক্ষা করতে হল পর্যটকদের। মানালিতে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে এই ভারী তুষারপাতের জন্য। লম্বা উইকএন্ডে পর্যটক উপচে পড়ছিল সিমলা-কুলু-মানালিতে। এখন হোটেলগুলি ১০০ শতাংশ ভর্তি। পর্যটকরা চরম সমস্যায় পড়েছেন।