AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Social Anxiety Disorder: আপনাকে কেউ দেখছেন, এবার বুঝবেন

Social Anxiety Disorder: আপনাকে কেউ দেখছেন, এবার বুঝবেন

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 28, 2023 | 2:13 PM

Share

Feeling Watched: আপনার মনে হল, কেউ আপনাকে দেখছে। আপনি কিন্তু চোখে দেখেননি। কিন্তু উপলব্ধি করেছেন। অনেকে অস্বস্তিতে পড়ে যান এমনটা হলে। কখনও কি ভেবে দেখেছেন, এটা কোনও সিক্সথ সেন্স নয়। এর পিছনেও রয়েছে এক বিজ্ঞান।

আপনার মনে হল, কেউ আপনাকে দেখছে। আপনি কিন্তু চোখে দেখেননি। কিন্তু উপলব্ধি করেছেন। অনেকে অস্বস্তিতে পড়ে যান এমনটা হলে। কখনও কি ভেবে দেখেছেন, এটা কোনও সিক্সথ সেন্স নয়। এর পিছনেও রয়েছে এক বিজ্ঞান। চোখে না দেখেও আপনি কোনও জিনিসের গতিবিধি উপলব্ধি করতে পারেন। মানুষের মস্তিষ্কের ১০টি অংশ থাকে যা মানুষের মাথার কোনও না কোনও সাইটের সঙ্গে যুক্ত । ভিজ্যুয়াল কর্টেক্স,এটি মস্তিষ্কের পিছনের একটি বড় অংশ,যা মানুষকে দেখতে সাহায্য করে। অ্যামিগডালাও একই ধরনের কাজ করে। যখনই আপনার কেউকে দেখলে বিপজ্জনক বলে মনে হয়,তখনই আপনি সতর্ক হয়ে যান। একে দৃষ্টিশক্তি সনাক্তকরণ বলা হয়। এমনকি শিশুরাও চোখের এমন কার্যকলাপ বুঝতে পারে। দৃষ্টিশক্তি সনাক্তকরণ শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের মধ্যে নয়,নবজাতকদের মধ্যেও দেখা যায়। আপনি না দেখেই বুঝে যান কীভাবে যে,কেউ আপনাকে দেখছে?। প্রায়শই যখন কেউ তাকায়,আপনি না দেখেই জানতে পেরে যান। এই সম্পূর্ণ বিষয়টির পিছনে একটি বিজ্ঞান রয়েছে। মানুষের চোখ অন্যান্য পশু-পাখিদের থেকে একেবারেই আলাদা। স্ক্লেরা হল চোখের মণির চারপাশের সাদা অংশ,যা অনেক বড়। আপনি সোজা তাকিয়ে থাকলেও চারপাশ ভালভাবেই দেখতে পান। তাই আশেপাশে কিছু ঘটলে,সেদিকে না তাকিয়েই বুঝে ফেলেন যে,কী ঘটছে। গবেষণায় বলা হয়েছে,’কেউ আমাদের দেখছে এটা জানার মধ্যে কোনও ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্সথ সেন্স নেই,বরং এটি মানুষের ভয়। আশেপাশে কেউ থাকলে আমরা ধরে নিই যে,সে নিশ্চয়ই আমাদের দেখছে,এবং প্রায়শই তা সত্যি হয়ে যায়’।