MLA Soham Chakraborty: চরম নিন্দার মুখে পড়ে অবশেষে বিবৃতি অভিনেতা সোহমের

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Sep 15, 2023 | 9:58 PM

Social Media: ১৮ ফুটের একটি অজগর সাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন চণ্ডীপুরের বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। আর এক ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, সোহমের পাশেই লাল জামা-পরা এক ব্যক্তি জুতো পরে অজগরের উপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছিল নিন্দার ঝড়। এবার মুখ খুললেন সোহম। তাঁর দাবি: পুরোটা না জেনেই তাঁকে কালিমালিপ্ত করা হচ্ছে।

সোহমের বিবৃতি
১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। ১৮ ফুটের একটি অজগর সাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন চণ্ডীপুরের বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। আর এক ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, সোহমের পাশেই লাল জামা-পরা এক ব্যক্তি জুতো পরে অজগরের উপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছিল নিন্দার ঝড়। এবার মুখ খুললেন সোহম। তাঁর দাবি: পুরোটা না জেনেই তাঁকে কালিমালিপ্ত করা হচ্ছে।

ওয়েব সিরিজে অনন্যা
পঞ্চাশের দশকে মুক্তি পেয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি ছবি ‘আদর্শ হিন্দু হোটেল’। এবার ফের ‘আদর্শ হিন্দু হোটেল’ ওয়েব সিরিজ় আকারে তৈরি হচ্ছে বাংলায়। তৈরি করছেন পরিচালক অরিন্দম শীল। তাতে পদ্মঝির চরিত্রে রয়েছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় এবং হাজারি ঠাকুরের চরিত্রে বাংলাদেশের নামী অভিনেতা মোশাররফ করিম (PRONUNCIATION: মোশাররফ, NOT মোশারফ)। বেশিরভাগ শুটিং হবে কলকাতাতেই।

সৃজিতের আর্জি
১১ বছর আগে মুক্তি পেয়েছিল পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘অনুরণন’। সেই ছবিতে অভিনয় করেছিলেন রাহুল বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, রাইমা সেন। ছবির সিক্যুয়েল তৈরি করতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অনিরুদ্ধ। করেছেন ফেসবুক পোস্টও। তাতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় অভিনয় করার আর্জি জানিয়েছেন। বলেছেন, তাঁকে এই ছবিতে কাস্ট করা হলে তিনিও অনিরুদ্ধকে কাস্ট করবেন তাঁর ছবিতে।

বাদ পড়েন মনামী
অনেকগুলো বছর হয়ে গেল বাংলা সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করছেন মনামী ঘোষ। কেবল অভিনয় নয়, নাচেও সমান পারদর্শী তিনি। বিভিন্ন নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিয়ত। নাচের প্রতিযোগিতায় বিচারকের আসনে দেখা যায় মনামীকে। কিন্তু আপনি কি জানেন, কেরিয়ারের শুরুতে জীবনের প্রথম নাচের অডিশনে সুযোগ পাননি মনামী। সেই যন্ত্রণার কথা নিজের মুখেই জানিয়েছেন অভিনেত্রী।

‘মিঠাই’য়ের ভক্তিতে প্রশংসা
সদ্য পার হয়েছে কৌশিকী অমাবস্যা। এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। উত্তরবঙ্গে গিয়েছেন তিনি। ব্যস্ত শিডিউল থাকলেও, মাকে ভুলে যান কী করে? ঠাকুরে বড়ই আস্থা যে তাঁর। তাই শুটিংয়ের মাঝেও তিনি ছুটে গেলেন কালীমন্দিরে। শেয়ার করলেন সেই ছবিও। ভক্তিভরে পুজো দিলেন।

প্রেমে পড়েছেন স্যান্ডি!
কখনও নাইটি পরে মা ব্রিজে, আবার কখনও বা ‘কাদা-কাদা’ হয়ে ভিডিয়ো—স্যান্ডি সাহা মানেই থোড়া হটকে। এ হেন স্যান্ডিই এবার প্রেমে। অন্তত তাঁর দাবি এমনটাই। সম্প্রতি বাংলাদেশ গিয়েছিলেন তিনি। সেখানেই একজনকে মন দিয়েছেন এই ডিজিটাল ক্রিয়েটার। তাঁর কথায়, “আমি জানি না ভবিষ্যতে কী হবে। তবে যদি জিজ্ঞাসা করেন কেউ আছেন নাকি, তাহলে বলব হ্যাঁ, একজন আছে যার সঙ্গে ভবিষ্যতে একসঙ্গে থাকার কথা ভাবছি। মন থেকে ইচ্ছে আছে।”

এক টাকাও নেননি দীপিকা!
‘জওয়ান’ ছবিতে যে দীপিকা পাড়ুকোনের ক্যামিও রয়েছে, এ কথা কারও অজানা নেই এই মুহূর্তে। বিক্রম রাথোড়ের স্ত্রী হিসেবে দেখা গিয়েছে তাঁকে। এতদিন শোনা গিয়েছিল, শাহরুখ খানের ১০০ কোটি পারিশ্রমিকের পর এই ছবিতে সব থেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এ কী! দীপিকার দাবি এক টাকাও নেননি তিনি।

ছেলের জন্মদিনে অক্ষয়
আরভ কুমারকে চেনেন? সম্পর্কে অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার ছেলে তিনি। আজ তাঁর জন্মদিন। ২১ বছর পূর্ণ করলেন আরভ। জন্মদিনে ছেলেকে বাবা শুভেচ্ছা জানাবেন, ডিজিটাল যুগে এটাই দস্তুর। অক্ষয়ও শুভেচ্ছা জানিয়েছেন তাঁর একমাত্র ছেলেকে। তবে রসিকতা করে অক্ষয় ছেলেকে সম্বোধন করেছেন ‘অংরেজ় কা পুত্তর’ বা সহজ বাংলায় ‘ইংরেজের ছেলে’ বলে। আরভের নীল চোখ, টিকালো নাকের কারণেই কি বাবার এহেন ডাক?

জুনেইদের বলি-উড়ান
আরও এক তারকা সন্তানের বলিউড যাত্রা শুরু হতে চলেছে। এবার পালা আমির খানের জ্যেষ্ঠপুত্র জুনেইদ খানের। যশরাজ ফিল্মসের মতো বড় প্রযোজনা সংস্থা তৈরি করবে জুনেইদের কেরিয়ারের প্রথম ছবি। ছবি তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সেখানে তাঁর বিপরীতে রয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী।