Sohini Sarkar News: প্রেমের জল্পনার অবসান ঘটালেন সোহিনী সরকার নিজেই!

Sohini Sarkar News: প্রেমের জল্পনার অবসান ঘটালেন সোহিনী সরকার নিজেই!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Nov 14, 2023 | 12:07 AM

এতদিন সবই ছিল কানাঘুষো। তবে কালীপুজোয় প্রকাশ পেয়ে গেল সবটাই। একসঙ্গে বিশেষ দিন উদযাপন করলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। এই প্রথমবার শোভনের সঙ্গে ছবিও শেয়ার করে নিলেন সোহিনী নিজেই।

ভাগ্য ফিরল ভাইজানের?
প্রথম দিনেই সলমন খান ও ক্যাটরিনা কইফ জুটি ঘরে তুলল মোট সাড়ে ৪৪ কোটি টাকা। সিনেবিশেষজ্ঞদের অনুমান, সলমন খানের এই ছবি মোটের উপর ঘরে তুলতে পারে ৫০০ কোটিরও বেশি। প্রথম তিন দিনেই নাকি ১০০ ছাড়াবে ভাইজানের টাইগার থ্রি।

অন্য লুকে অরিজিৎ
না, অরিজিৎ সিং-এর জন্য এই লুককে সত্যি অন্য লুক বলা চলে না। কারণ যে কোনও বিশেষ দিনেই তাঁর কাছে জিয়াগঞ্জ প্রাণ। তাই তালিকা থেকে বাদ পড়ল না কালীপুজো। পাড়ার মন্দিরে দিলেন পুজো, বেশ কিছুক্ষণ হাতজোড় করে দাঁড়িয়েও রইলেন। স্থানীয়রা একইভাবে এ দিনও গায়ককে দেখে মুগ্ধ।

বিরক্ত সলমন
‘টাইগার থ্রি’ দেখতে এসে সিনেমাহলের ভিতরেই দেদার বাজি পোড়ালেন সলমন খানের ভক্তরা। হতে পারত বড় বিপর্যয়। বরাত জোরে রক্ষা পেলেও গোটা ঘটনায় তিনি বিরক্ত। ভক্তদের উদ্দেশে এক বার্তা শেয়ার করে সলমন লেখেন, “আমার কাছে সিনেমা হলের ভিতরে বাজি পোড়ানোর খবর এসেছে। ভীষণ মারাত্মক কাজ। নিজেদের বিপদে না ফেলে ছবি উপভোগ করুন।”

শাহরুখ খানের ভক্তের অবাক-কাণ্ড!
শাহরুখ খানের এক ভক্ত অন্তঃসত্ত্বা। তিনি জানতে পেরেছেন তাঁর যমজ সন্তান হবে। সেই ভক্তের খুব ইচ্ছে যদি দুই সন্তান ছেলে হয়, তা হলে তাঁদের নাম রাখবেন ‘পাঠান’ এবং ‘জওয়ান’। জবাবে শাহরুখ বলেছেন, “আপনাকে অনেক অভিনন্দন জানাই। কিন্তু সন্তানের নাম আরও ভাল কিছু দেওয়া উচিত ছিল আপনার।”

ক্রিকেটারের বায়োপিকে আমির?
ভারতের ক্রিকেটার যুবরাজের বায়োপিকে এবার আমির খান? বলিউডে এখন এই চর্চাই তুঙ্গে। কারণ শোনা যাচ্ছে, যুবরাজের আত্মজীবনীর স্বত্ত্ব কিনে ফেলেছেন তিনি। তবে কি এবার ক্রিকেটারের ভূমিকাতেই পর্দায় ফিরবেন পারফেকশনিস্ট? জল্পনা তুঙ্গে।

অঙ্কিতা-ভিকির বিচ্ছেদ?
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পর ভিকি জৈনকে বিয়ে করেছেন অঙ্কিতা লোখন্ডে। তবে বিগবস হাউজে প্রবেশের পর থেকেই দু’জনের সম্পর্ক এসে পৌঁছেছে তলানিতে। ভিকির ব্যবহারে ক্ষুব্ধ অঙ্কিতাকে বলতে শোনা গেল আর একসঙ্গে থাকতে চান না তিনি। স্বামীর উদ্দেশে তিনি বলেন, “তুমি আমায় ব্যবহার করেছ”।

মালতির প্রথম রঙ্গোলি
তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বসে মালতির সঙ্গে রঙ্গোলি এঁকেছেন প্রিয়াঙ্কা চোপড়া। খুব সাধারণ একটি রঙ্গোলি। বোঝাই যাচ্ছে, কাঁচা হাতের কাজ—সাদা রঙের বর্ডার আঁকা ফুলে, তাতে গোলাপি রং দেওয়া। মাঝখানে একটি তেলের প্রদীপ জ্বলছে। ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, “প্রথম রঙ্গোলি।”

পুলিশে অভিযোগ শ্রীলেখার
শ্রীলেখা মিত্র একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং সঙ্গে পোস্ট করেছেন চারপেয়ে বেড়াল-কুকুরদের ছবি। শব্দবাজির বিকট আওয়াজে অতিষ্ঠ ছোট্ট ছানাগুলোর করুণ পরিণতি। শ্রীলেখা অভিযোগ জানিয়েছেন, পুলিশের কাছে। যথাসময় কাজ হয়েছে দেখে খুব খুশি হয়েছেন অভিনেত্রী।

শোভনে মজলেন সোহিনী
এতদিন সবই ছিল কানাঘুষো। তবে কালীপুজোয় প্রকাশ পেয়ে গেল সবটাই। একসঙ্গে বিশেষ দিন উদযাপন করলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। এই প্রথমবার শোভনের সঙ্গে ছবিও শেয়ার করে নিলেন সোহিনী নিজেই।

Published on: Nov 14, 2023 12:06 AM