Bhangar News: ঠান্ডা পড়তেই বিপদ বাড়ছে ভাঙড়ে

| Edited By: Moumita Das

Nov 13, 2023 | 6:37 PM

পুলিশের সামনে দিয়েই চলছে মাটির ডাম্পার। তা থেকে ঘটছে দুর্ঘটনাও। সন্ধ্যা নামতেই মাটি ভর্তি ডাম্পার দাপিয়ে বেড়াচ্ছে বাসন্তী হাইওয়ে সহ ভাঙড়ের বিভিন্ন রাস্তায়। এমনকি PWD লেখা গাড়ি (ডাম্পার) বোঝাই করে চলছে রমরমা এই বেআইনি কারবার।

শীত পড়তেই মাটির গাড়ির দাপট বেড়ে চলেছে ভাঙড়ে। পুলিশের সামনে দিয়েই চলছে মাটির ডাম্পার। তা থেকে ঘটছে দুর্ঘটনাও। সন্ধ্যা নামতেই মাটি ভর্তি ডাম্পার দাপিয়ে বেড়াচ্ছে বাসন্তী হাইওয়ে সহ ভাঙড়ের বিভিন্ন রাস্তায়। এমনকি PWD লেখা গাড়ি (ডাম্পার) বোঝাই করে চলছে রমরমা এই বেআইনি কারবার।

রবিবার রাতে ভাঙড়ের অত‍্যন্ত ব‍্যাস্ততম হাইওয়ে তথা রাজ‍্য সড়ক বাসন্তী হাইওয়েতে একেরপর এক মাটি বোঝাই ডাম্পার বেপরোয়া গতিতে মাটি নিয়ে বাসন্তী হাইওয়ের পাশে বিবিরআইট সহ একাধিক জায়গায় নিচু জায়গা থেকে জলাজমি ভরাট করে চলেছে। আর এই বেআইনি কাজ চলছে সরকারি PWD-র বোর্ড লাগিয়ে। এ বিষয়ে গাড়ির চালক কে জিঞ্জাসাবাদ করা হলে তিনি সদুত্তর দিতে পারেননি।

ফি বছর শীত পড়তেই মাটি মাফিয়ারা বেআইনি মাটির গাড়ি নিয়ে ময়দানে নেমে পড়ে। এলাকার জলাভূমি ভরাট করা সহ নিচু জায়গা ভরাট করতে তারা সিদ্ধহস্ত। এই মাটির গাড়ির দাপটে বাসন্তী হাইওয়েতে অনান্য গাড়ি চলাচল করা বিপদসঙ্কুল হয়ে পড়েছে।কেননা মাটি রাস্তায় পড়ে থাকার ফলে যখন তখন দূর্ঘটনা ঘটতে পারে। সেই আশঙ্কার মধ্যেই প্রায়শই দূর্ঘটনা ঘটে চলেছে বাসন্তী হাইওয়েতে।

ঘটকপুকুর চৌমাথায় পুলিশের সামনে দিয়ে এই মাটির গাড়ি রমরমিয়ে চললেও কোন হেলদোল নেই পুলিশ প্রশাসনের।এখন দেখার মাটির গাড়ির এমন দাপট রুখতে পুলিশ- প্রশাসন সদর্থক ভুমিকা নেয় কি না।