Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Newtown Fair: কলকাতায় সোনাঝুরি হাট

Newtown Fair: কলকাতায় সোনাঝুরি হাট

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 24, 2023 | 1:55 PM

নিউটাউন এলাকায় অ্যাক্সিস মলের ব্রিজের নীচে এই হাট বসেছে। জুন মাসের প্রত্যেক শুক্র শনি এবং রবিবার করে বসছে এই হাট। সন্ধ্যে গড়ালেই উপচে পড়ছে ভিড়। দুপুর ১১ টা থেকে এই হাট শুরু হচ্ছে এবং শেষ হতে হতে রাত ৯টা পেরিয়ে যাচ্ছে। বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসেছেন। কেউ এসেছেন বর্ধমান থেকে। কেউ মেদিনীপুর।

কলকাতার বুকে এক টুকরো সোনাঝুরি। ইট কাঠ পাথরের মাঝে খুঁজে পাবেন কাঁথা স্টিচ থেকে হ্যান্ডলুম শাড়ি। এক কথায় বলা যায় দুয়ারে সোনাঝুরি। হাতে একটু সময় পেলে ঘুরে আসতেই পারেন সোনাঝুরি হাটে। নিউটাউন এলাকায় অ্যাক্সিস মলের ব্রিজের নীচে এই হাট বসেছে। জুন মাসের প্রত্যেক শুক্র শনি এবং রবিবার করে বসছে এই হাট। সন্ধ্যে গড়ালেই উপচে পড়ছে ভিড়। দুপুর ১১ টা থেকে এই হাট শুরু হচ্ছে এবং শেষ হতে হতে রাত ৯টা পেরিয়ে যাচ্ছে। বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসেছেন। কেউ এসেছেন বর্ধমান থেকে। কেউ মেদিনীপুর। কেউ আবার এবারের পঞ্চায়েত ভোটে বহুল আলোচিত বীরভূম জেলা থেকে এসেছেন । শপিং করার ইচ্ছে থাকলে এখানে একবার ঢু মারতে পারেন। কী নেই এই হাটে? চুড়িদার থেকে ঘর সাজানোর জিনিস, পাপড় থেকে শুরু করে একতারা সবকিছুই পাওয়া যাচ্ছে সোনাঝুরি হাটে। জুন মাসের প্রত্যেক শুক্র শনি এবং রবিবার করে বসছে এই হাট। সন্ধ্যে গড়ালেই উপচে পড়ছে ভিড়। দুপুর ১১ টা থেকে এই হাট শুরু হচ্ছে এবং শেষ হতে হতে রাত ৯টা পেরিয়ে যাচ্ছে।বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এখানে আসার কারণে জিনিসপত্রের দাম আপনার পকেট ফ্রেন্ডলি। ২০০ টাকায় পেয়ে যাবেন নানা রকমের ব্যাগ। এছাড়াও বড়ি, চাদর পাবেন এই সোনাঝুরি হাটে।