টিকিট না পেয়ে অশ্রুমতি সোনালী, মমতার সঙ্গে আমার মেলে না, বিস্ফোরক মাস্টারমশাইও
ছবি: TV9 Bangla

টিকিট না পেয়ে অশ্রুমতি সোনালী, ‘মমতার সঙ্গে আমার মেলে না’, বিস্ফোরক মাস্টারমশাইও

sreejayee das |

Mar 06, 2021 | 1:54 PM

টিকিট না পেয়ে অসন্তোষ চেপে রাখছেন না তৃণমূলের বিদায়ী বিধায়ক থেকে পুরোন নেতা, ক্রমেই বাড়ছে নামের তালিকা

শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা (TMC Candidate List) প্রকাশের পর একের পর এক বিদায়ী বিধায়কের অভিমান ও অভিযোগের তালিকা অব্যাহত। কেউ ভেঙে পড়লেন কান্নায় তো কারোর ফেসবুক পোস্টে পাওয়া গেল বিলাপের সুর। মমতা-ঘনিষ্ঠ বলে পরিচিত সাতগাছিয়ার বিদায়ী বিধায়ক সোনালী গুহ (Sonali Guha) বলছেন, বিশ্বাসই করতে পারছেন না যে এবার তিনি প্রার্থী নন। বসিরহাটের বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)-এর প্রশ্ন, কেন তাঁকে সাইডলাইনে বসিয়ে দিলেন দিদি? এদিকে ভাঙড়ের আরাবুলের (Arabul Islam)অনুগামীরা শুরু করেছেন বিক্ষোক্ষ প্রদর্শন। শুক্রবার বেলা যত গড়াল এই বিক্ষুব্ধ ও অভিমানীদের তালিকা ততই লম্বা হল।