Girishpark dead body: দক্ষিণ আফ্রিকায় পাইলটের প্রশিক্ষণ নিচ্ছিলেন সৌমাদিত্য কুণ্ডু

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 04, 2025 | 4:39 PM

Body Recover: জানা যাচ্ছে, যে বাড়ি থেকে সৌম্যদিত্যর দেহ উদ্ধার হয়েছে সেটি তাঁদের পৈত্রিক ভিটে। সেখানে মাঝে মধ্যেই যাতায়াত ছিল তাঁর। পরিবার সূত্রে খবর, বুধবার বিকেল চারটে নাগাদ ঘর থেকে বেরিয়ে যান তিনি। এরপর অনেকটা সময় কাটলেও ঘরে ফেরেননি। তারপরই তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা।   

কলকাতা: সাত-সকালে গিরিশপার্ক থেকে এল চাঞ্চল্যকর তথ্য়। এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য় এলাকায়। জানা যাচ্ছে, মেট্রোর তিন নম্বর গেটের পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ। মৃতের নাম সৌম্যদিত্য কুণ্ডু। বয়স একুশ। এই ঘটনার পরই উঠে আসছে একাধিক প্রশ্ন। খুন নাকি আত্মহত্যা? নাকি এই ঘটনার পিছনে আরও কেউ জড়িয়ে সবটা খতিয়ে দেখছে পুলিশ। জানা যাচ্ছে, যে বাড়ি থেকে সৌম্যদিত্যর দেহ উদ্ধার হয়েছে সেটি তাঁদের পৈত্রিক ভিটে। সেখানে মাঝে মধ্যেই যাতায়াত ছিল তাঁর। পরিবার সূত্রে খবর, বুধবার বিকেল চারটে নাগাদ ঘর থেকে বেরিয়ে যান তিনি। এরপর অনেকটা সময় কাটলেও ঘরে ফেরেননি। তারপরই তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা।    এ দিন, মৃতের ঘর থেকে একটি ট্যাব উদ্ধার হয়েছে। যেখানে লেখা ছিল ‘LOST’।