South 24 Parganas: নির্মীয়মান ছাদ থেকে মহিলাকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ, ধৃত TMC কর্মী
Mathurapur Crime: নির্যাতিতা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের। শুক্রবার বিকালে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের হয়। মূল অভিযুক্ত তনয় পাইক, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মহিলার আঘাত গুরুতর। তাঁর পিঠে গুরুতর চোট লেগেছে।
মথুরাপুর: মহিলাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত এক তৃণমূল কর্মী। আর যিনি আক্রান্ত, তিনি বিজেপি কর্মী! ছাদ থেকে ঠেলে দেওয়ার ভয়ঙ্কর সেই ভিডিয়ো সামনে এনেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আর তাই নিয়ে তুঙ্গে রাজনীতি। নির্যাতিতা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের। শুক্রবার বিকালে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের হয়। মূল অভিযুক্ত তনয় পাইক, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মহিলার আঘাত গুরুতর। তাঁর পিঠে গুরুতর চোট লেগেছে।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

