Election in 30 Seconds: মাত্র ৩০ সেকেন্ডেই শেষ ভোট!

Election in 30 Seconds: মাত্র ৩০ সেকেন্ডেই শেষ ভোট!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 02, 2023 | 4:20 PM

মাত্র ৩০ সেকেন্ডে হল শেষ ভোট। এতো কম সময় নির্বাচন হয়ে রেকর্ড তৈরি হয়েছে। এমন ঘটনা ঘটতে দেখা গেছে স্পেনের একটি গ্রামে। সেই গ্রামের নাম ভিলারোয়া। এই গ্রামে আগে নির্বাচন শেষ করতে সময় লেগেছিল মাত্র ৩২ সেকেন্ড।

মাত্র ৩০ সেকেন্ডে হল শেষ ভোট। এতো কম সময় নির্বাচন হয়ে রেকর্ড তৈরি হয়েছে। এমন ঘটনা ঘটতে দেখা গেছে স্পেনের একটি গ্রামে। সেই গ্রামের নাম ভিলারোয়া। এই গ্রামে আগে নির্বাচন শেষ করতে সময় লেগেছিল মাত্র ৩২ সেকেন্ড। এই গ্রামে ভোটার সংখ্যা ৭ জন। পৃথিবীর সবথেকে কম থাকে ভোটার থাকেন এখানে। সেই গ্রামের মেয়র সালভাদর পেরেজ। তিনি ১৯৭৩ সাল থেকে পালন করছেন এই দায়িত্ব। তিনি নিশ্চিত যে এবারেও তিনি জিতবেন এই ভোটে।

সকাল থেকেই শুরু হয় ভোট দেওয়ার পর্ব। ২৯ সেকেন্ডেই প্রায় শেষ হয়ে গেছিল ভোট পর্ব। কিন্তু একটু দেরি হয়ে যায় শেষ মুহূর্তে। অবশেষে ৩০ সেকেন্ডে শেষ হয় গোটা ভোট প্রক্রিয়া। স্পেনের একটি গ্রাম আছে যেখানে ভোটার সংখ্যা ৩। এই গ্রামেও খুব কম সময় ভোটপর্ব শেষ হয়। এবারে ভিলারোয়াই রেকর্ড করেছে।