SIR in Bengal: SIR-এর কাজ খতিয়ে দেখতে ফলতায় যাচ্ছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত

| Edited By: জয়দীপ দাস

Nov 30, 2025 | 9:43 AM

SIR: এসআইআরের কাজ দেখতে মাঠে নেমেছে রাজ্য নির্বাচন কমিশনের স্পেশ্যাল ১৩। সূত্রের খবর, এদিনই ফলতায় যাচ্ছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তাঁর সঙ্গে থাকছেন সি মুরুগান। ফলতায় গিয়ে তাঁদের জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁদের। পরবর্তীতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন বলে খবর।

মাঠে নেমেই কাজ শুরু। এসআইআরের কাজ দেখতে মাঠে নেমেছে রাজ্য নির্বাচন কমিশনের স্পেশ্যাল ১৩। সূত্রের খবর, এদিনই ফলতায় যাচ্ছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তাঁর সঙ্গে থাকছেন সি মুরুগান। দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা (দক্ষিণ)-এর দায়িত্ব দেওয়া হয়েছে সি মুরুগানকে। তিনি বর্তমানে NSATI-এর  অতিরিক্ত ডিরেক্টর পদে রয়েছেন বলে খবর। এরই মধ্যে পেয়েছেন নতুন দায়িত্ব। ফলতায় গিয়ে তাঁদের জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁদের। পরবর্তীতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন বলে খবর।