Viral Video: কান থেকে বেরিয়ে আসছে মাকড়সা
একটা ভিডিয়ো সম্প্রতি নেটিজ়েনদের ঘুম কেড়ে নিয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলার কান থেকে বেরিয়ে আসছে একটি মাকড়সা।
একটা ভিডিয়ো সম্প্রতি নেটিজ়েনদের ঘুম কেড়ে নিয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলার কান থেকে বেরিয়ে আসছে একটি মাকড়সা। ওই মহিলা বেশ কিছু দিন ধরে কানের অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন। পরিবারের সকলকে জানানোর পরে তাঁরা মহিলাকে হাসপাতালে নিয়ে যান। ডাক্তার মহিলার কানে টর্চ মেরে দেখেন,সেখানে একটি মাকড়সা কিলবিল করছে। ডাক্তার টর্চের আলোটা আরও বেশ কিছুক্ষণ ধরতেই ওই মাকড়সাটি বেরিয়ে আসে। টুইটারে @ladbible নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। ওই টুইটার পেজের তরফেই বলা হচ্ছে,ঘটনাটি ২০১৭ সালে ঘটেছিল। এক বয়স্ক মহিলার সঙ্গে এই ঘটনাটি ঘটে।কর্ণাটকের সেই মহিলার নাম লক্ষ্মী এল। রাতে ঘুমানোর সময়ই তাঁর কানে মাকড়সাটি ঢুকে গিয়েছিল। এই ভিডিয়ো দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। কেউ বলেছেন,’রাতে ইয়ারফোন কানে দিয়ে ঘুমানোই ভাল’।