SSC ইন্টারভিউতে ইন সার্ভিস টিচারদের বড় অংশ ডাক পাননি
SSC: “সাত বছর চাকরি করার পরও আমাদের এরকম বহু প্রার্থী রয়েছেন, যাঁরা সুযোগ পাননি। তাঁরা অনেকেই নবম দশম স্তরে অপেক্ষা করতে হচ্ছে। সিঙ্গল সাবজেক্টেও কল ফর ভেরিফিকেশনের ডাক পাননি। আমরা যাঁরা এই আন্দোলন করেছি, ২৪ ঘণ্টা রাস্তায় পড়ে থেকেছি, তাঁদের অনেকেরই নম্বর পর্যাপ্ত হয়নি।"
কলকাতা: ‘কাট অফ’ যেখানে ৭০ শতাংশের বেশি, সেখানেই থমকে নতুনরা। পূর্ণ নম্বর ৬০ পেয়েও চাকরি হয়নি একাধিক প্রার্থীর। মোট ২০ হাজারের সামান্য বেশি প্রার্থী ডাক পেয়েছেন। এসএসসি সূত্রের খবর, ৫০ শতাংশ ফ্রেশার ডাক পেয়েছেন ইন্টারভিউতে। , ইন্টারভিউতে ডাক পেয়েছেন মেহবুব মণ্ডল, সঙ্গীতা সাহা। মেহবুব বলেন, “সাত বছর চাকরি করার পরও আমাদের এরকম বহু প্রার্থী রয়েছেন, যাঁরা সুযোগ পাননি। তাঁরা অনেকেই নবম দশম স্তরে অপেক্ষা করতে হচ্ছে। সিঙ্গল সাবজেক্টেও কল ফর ভেরিফিকেশনের ডাক পাননি। আমরা যাঁরা এই আন্দোলন করেছি, ২৪ ঘণ্টা রাস্তায় পড়ে থেকেছি, তাঁদের অনেকেরই নম্বর পর্যাপ্ত হয়নি। চাকরি করার পর, নিরপরাধ হওয়ার পরও প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতির কারণে অনেকে চাকরি পেলেন না অনেকে।”