SSC: SSC-তে জটিলতা ক্রমেই বেড়ে চলেছে, নিয়োগ মানেই নিয়তির খেলা?
প্রশ্ন উঠছে, নিয়োগ প্রক্রিয়ার মাঝেই কি এভাবে শূন্যপদ বাড়ানো যায়? এর আগে নিয়োগের ক্ষেত্রে রাজ্যের তৈরি করা সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত আদালতে ধাক্কা খেয়েছিল। বিকাশরঞ্জন বলেন, “এখন যদি বলে শূন্যপদ বাড়াব, এটা কী সম্ভব? সম্পূর্ণ বেআইনি। আরেকটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে।”
কলকাতা: সবেমাত্র এসএসসি-র ২০২৫ এর একাদশ দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। তাতেই বিতর্ক। আবারও রাস্তায় নেমেছে নবাগত ও পুরনো চাকরিপ্রার্থীরা। উভয়পক্ষেরই দাবি, শূন্যপদ বাড়াতে হবে। সোমবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিক স্তরে কথা হয়েছে। তবে আলোচনা খুবই প্রাথমিক স্তরে রয়েছে। আইনি পরামর্শ নেবে বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এদিকে, শূন্যপদ যদি বাড়ে, সেক্ষেত্রেও নতুন করে আইনি জটিলতা তৈরি হবে, স্পষ্ট করে দিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রশ্ন উঠছে, নিয়োগ প্রক্রিয়ার মাঝেই কি এভাবে শূন্যপদ বাড়ানো যায়? এর আগে নিয়োগের ক্ষেত্রে রাজ্যের তৈরি করা সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত আদালতে ধাক্কা খেয়েছিল। বিকাশরঞ্জন বলেন, “এখন যদি বলে শূন্যপদ বাড়াব, এটা কী সম্ভব? সম্পূর্ণ বেআইনি। আরেকটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে।”