SSC Job Seeker Protest: শূন্যপদের দাবিতে প্রতিবাদ! পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ চাকরিপ্রার্থীদের

|

Nov 24, 2025 | 4:38 PM

SSC News: সোমবার শহরের পথ দখল করেন ফ্রেশার চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের অভিযোগ, পূর্ণ নম্বর পেয়েও এসএসসির ইন্টারভিউয়ে ডাক পায়নি তাঁরা। তাই বাতিল করতে হবে অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া ১০ নম্বর। পাশাপাশি, বাড়াতে হবে ১ লক্ষ শূন্যপদ।

কলকাতা: মেধাবী হয়েও যোগ্যতা প্রমাণের জায়গা নেই। সোমবার রাজপথে নেমে এই প্রশ্নটাই ছুড়ে দিলেন SLST চাকরিপ্রার্থীরা। পুলিশি বাধা পেরিয়েই চলল তাঁদের মিছিল। দাবি উঠল, অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া ১০ নম্বর বাতিলের জন্য।

সোমবার শহরের পথ দখল করেন ফ্রেশার চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের অভিযোগ, পূর্ণ নম্বর পেয়েও এসএসসির ইন্টারভিউয়ে ডাক পায়নি তাঁরা। তাই বাতিল করতে হবে অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া ১০ নম্বর। পাশাপাশি, বাড়াতে হবে ১ লক্ষ শূন্যপদ। এদিন চাকরিপ্রার্থীদের এই মিছিল ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা ছিল। তবে পুলিশ-প্রশাসনের কথা মেনে রামলীলা ময়দানের দিকে যান তাঁরা। কিন্তু সেই নতুন রুটেও বজায় থাকে উত্তেজনা। পুলিশ-চাকরিপ্রার্থীদের মধ্য়ে তৈরি হয় হাতাহাতি পরিস্থিতি। ছেলে পুলিশের বিরুদ্ধে মেয়েদের গায়ে হাত তোলার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।