SSC Recruitment: কমিশনের দফতরে ভেরিফিকেশন চলছে আজ, বিতর্কের মধ্যে সব ঠিক চলছে?
SSC Teachers Protest: চলছে পুলিশি ধরপাকড়ও। মঙ্গলবার ভেরিফিকেশনের জন্য ৭০০ প্রার্থীকে ডাকা হয়েছে। কিন্তু এবারে ‘কাট অফের’ চাপে পিছিয়ে পড়েছেন নবাগতরা। সঙ্গে আবার অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বরের ইস্যু! ‘কাট অফ’ ৭০ শতাংশের বেশি, সেখানেই থমকে গিয়েছেন নতুনরা।
কলকাতা: একদিকে যখন একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের ভেরিফিকেশন চলছে, তখন অন্যদিকে, আজ রাস্তায় নেমেছে নবাগত ও পুরনো চাকরিপ্রার্থীরা। সোমবারের পর মঙ্গলবার আবারও করুণাময়ীতে বিক্ষোভ দেখান নবাগতরা। এদিকে আবার রাস্তায় যোগ্য চাকরিহারারাও। উভয়পক্ষেরই দাবি, শূন্যপদ বাড়াতে হবে। করুণাময়ীর সামনে তুমুল উত্তেজনা। চলছে পুলিশি ধরপাকড়ও। মঙ্গলবার ভেরিফিকেশনের জন্য ৭০০ প্রার্থীকে ডাকা হয়েছে। কিন্তু এবারে ‘কাট অফের’ চাপে পিছিয়ে পড়েছেন নবাগতরা। সঙ্গে আবার অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বরের ইস্যু! ‘কাট অফ’ ৭০ শতাংশের বেশি, সেখানেই থমকে গিয়েছেন নতুনরা।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

