e SSC: দাগি শিক্ষকের নাম ইন্টারভিউ লিস্টে, তথ্য সামনে আনলেন আইনজীবীরা! - Bengali News | SSC: The name of the tainted teacher is on the interview list, lawyers brought the information to light! | TV9 Bangla News

SSC: দাগি শিক্ষকের নাম ইন্টারভিউ লিস্টে, তথ্য সামনে আনলেন আইনজীবীরা!

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 16, 2025 | 7:42 PM

SSC: ভেরিফিকেশনে ডাক পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী ফিরদৌস শামিম এবং ওই চাকরিপ্রার্থীর স্ত্রী। গতকাল এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে ৯৫৮-তে নাম রয়েছে তাঁর। দাগি হয়েও কীভাবে নাম এল লিস্টে? কোথায় চাকরির পরীক্ষার সততা? প্রশ্ন উঠছে।

কলকাতা: শনিবার সন্ধেয় একাদশ-দ্বাদশের নতুন নিয়োগের প্যানেলের ইন্টারভিউ তালিকা প্রকাশিত হতেই ফের নতুন করে তৈরি হয়ে গেল বিতর্ক। আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, অযোগ্য হয়েও নীতীশ রঞ্জন বর্মণ নামে এক চাকরিপ্রার্থী বসেছেন পরীক্ষায়। একই অভিযোগ করেছেন খোদ নীতীশের স্ত্রীও। শুধু পরীক্ষায় বসা দূর, ডাক পেয়েছেন ভেরিফিকেশনেরও। আদালতের নির্দেশের পরও অযোগ্য প্রার্থী কীভাবে বসলেন পরীক্ষায়? উঠছে প্রশ্ন। ভেরিফিকেশনে ডাক পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী ফিরদৌস শামিম এবং ওই চাকরিপ্রার্থীর স্ত্রী। গতকাল এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে ৯৫৮-তে নাম রয়েছে তাঁর। দাগি হয়েও কীভাবে নাম এল লিস্টে? কোথায় চাকরির পরীক্ষার সততা? প্রশ্ন উঠছে।

Published on: Nov 16, 2025 07:42 PM