অনিকেত মাহাতো মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 11, 2025 | 5:14 PM

Aniket Mahato: উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজের পরিবর্তে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ পোস্টিং দেওয়া হয়। গত ২৭ মে ২০২৫-এ এই সংক্রান্ত এই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তখনই অনিকেত মাহাতো দাবি করেন, তাঁর র‍্যাঙ্ক রয়েছে ২৪ ।

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অনিকেত মাহাতো। কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকল সুপ্রিম কোর্টেও। রাজ্যের দায়ের করা মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। বিচারপতি জেকে মাহেশ্বরী ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, রায়গঞ্জ নয়, অনিকেতকে রাখতে হবে আরজি করেই। এখানে উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজের পরিবর্তে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ পোস্টিং দেওয়া হয়। গত ২৭ মে ২০২৫-এ এই সংক্রান্ত এই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তখনই অনিকেত মাহাতো দাবি করেন, তাঁর র‍্যাঙ্ক রয়েছে ২৪ । আরজি কর হাসপাতালে অ্যানাস্থেসিয়া বিভাগে ৪ টি শূন্যপদ আছে। তার মধ্যে ১ টি শূন্যপদে মেধাতালিকায় অনিকেতের আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। এরপর সেই মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। প্রথমে একক বেঞ্চে মামলা হয়। পরে তা যায় বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চে।