Tarakeswar News: এবার উদ্ধার চোরাই তৈল শস্য!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 22, 2023 | 2:58 PM

তারকেশ্বরের তেঘড়ি এলাকার এক ব্যবসায়ীর গোডাউনে হানা দিয়ে লক্ষ লক্ষ টাকার চুরি যাওয়া তৈল শস্য উদ্ধার করে অভিযুক্ত ব্যবসায়ী বিদ্যুৎ পাঁজাকে গ্রেপ্তার করে পুলিশ।

তারকেশ্বরের তেঘড়ি এলাকার এক ব্যবসায়ীর গোডাউনে হানা দিয়ে লক্ষ লক্ষ টাকার চুরি যাওয়া তৈল শস্য উদ্ধার করে অভিযুক্ত ব্যবসায়ী বিদ্যুৎ পাঁজাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে দিন পানেরো আগে হুগলির গোঘাট থানার বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ টাকার তৈল শস্য চুরির ঘটনা ঘটে।চাষীদের থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তৈল শস্য চুরির ঘটনায় ব্যবহৃত একটি গাড়ির সন্ধান পায় পুলিশ।

দিন চারেক আগে গোঘাট এলাকায় ওই গাড়িটি সনাক্ত করে চালক সহ সাত জনকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ। আদালতে পেশ করার পর চারজনকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করতেই মূল অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ তারকেশ্বর থানার তেঘড়ি এলাকার মূল অভিযুক্ত ব্যবসায়ী বিদ্যুৎ পাঁজার গোডাউনে হানা দিতেই উদ্ধার হয় চুরি যাওয়া লক্ষ লক্ষ টাকার তৈল শস্য। রাত পযন্ত গোডাউনে অভিযান চালিয়ে লক্ষ লক্ষ টাকার চুরি যাওয়া শস্য উদ্ধার করে পুলিশ এবং অভিযুক্ত ব্যবসায়ী বিদ্যুৎ পাঁজাকে গ্রেপ্তার করে । এই ঘটনার সাথে জড়িতদের খোঁজ চালাচ্ছে পুলিশ।