কলকাতার নীল জিনসের গলি

TV9 Bangla Digital | Edited By: aryama das

Jul 19, 2021 | 12:24 PM

এখানে ৫০ থেকে ১৫০ টাকায় পাওয়া যায় জিনস প্যান্ট। নতুন প্যান্ট কেনার সামর্থ যাদের নেই, তাদের জন্য জুনেইদ, হাবিব, আনসাররা দোকান সাজিয়ে বসে আছেন এই গলিতে।

বিভিন্ন হাট থেকে পুরনো জিনস এসে পৌঁছয় কলকাতা শহরের এই গলির বিভিন্ন দোকানে। তারপর কাচা, ধোয়া, রঙ, সেলাই করে তা হয়ে ওঠে নতুন। তারপর চলে যায় শহরের বিভিন্ন ফুটের দোকানে। এখানে এলে দেখা যায় আকাশ জোড়া সার-সার তার ঝোলানো। তাতে আকাশের নীল রঙকে যোগ্য সঙ্গত দিয়ে ঝুলে রয়েছে নীল-নীল জিনস প্যান্ট। নীলিয়ে গেছে দেওয়ালও। বড়-বড় টবের মধ্যে ডোবানো জিনস। ডিটারজেন্টের গন্ধ, রঙের ঝাঁঝ আর ব্রাশ ঘষার শব্দে মুখরিত গোটা গলি মহল্লা। প্রতি দিন ২০০ থেকে ৩০০ জিনস প্যান্ট নতুন রূপ ধারণ করে এখানে। জুনেইদ তাঁর দোকানে ৫০ টাকা থেকে ৭০ টাকায় বিক্রি করেন এই জিনসগুলো। এখানে ৫০ থেকে ১৫০ টাকায় পাওয়া যায় জিনস প্যান্ট। নতুন প্যান্ট কেনার সামর্থ যাদের নেই, তাদের জন্য জুনেইদ, হাবিব, আনসাররা দোকান সাজিয়ে বসে আছেন এই গলিতে।