Guidelines To OTT: তামাকবিরোধী সতর্কীকরণ নিয়ে কড়া নির্দেশ ওটিটি-কে
নয়া নিয়মে এবার বাঁধা পড়ল ওটিটি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়, ওটিটি-তে এবার থেকে দিতে হবে তামাকবিরোধী সতর্কীকরণ বার্তা। এই কাজ মিটিয়ে ফেলতে হবে আগামী ১৫ দিনের মধ্যেই। সহজ কথায়, কোনও ছবিতে মদ্যপান বা ধূমপানের দৃশ্য থাকলে বিধিবদ্ধ সতর্ককরণ দেওয়া বাধ্যতামূলক। নয়তো কড়া শাস্তির মুখে পড়ার সম্ভাবনাও তুঙ্গে।
নয়া নিয়মে ওটিটি
নয়া নিয়মে এবার বাঁধা পড়ল ওটিটি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়, ওটিটি-তে এবার থেকে দিতে হবে তামাকবিরোধী সতর্কীকরণ বার্তা। এই কাজ মিটিয়ে ফেলতে হবে আগামী ১৫ দিনের মধ্যেই। সহজ কথায়, কোনও ছবিতে মদ্যপান বা ধূমপানের দৃশ্য থাকলে বিধিবদ্ধ সতর্ককরণ দেওয়া বাধ্যতামূলক। নয়তো কড়া শাস্তির মুখে পড়ার সম্ভাবনাও তুঙ্গে।
শাহরুখের পথে আমির
আমির খানের শেষ তিন ছবিই সুপারফ্লপ। তাই, আর ছবি নয়। এবার বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মিস্টার পারফেকশনিস্ট। নিলেন ছুটি। শাহরুখ খানের পথেই হাঁটলেন তিনি। কিং খানের কথা নকল করেই জানালেন, তিনি পরিবারকে একটু সময় দিতে চান। মানসিক প্রস্তুতি নিয়ে বলিউডে ফিরবেন তিনি ।
প্রিয়াঙ্কার পাশে কঙ্গনা
বলিউডে অভিনেত্রীরা পর্যাপ্ত পারিশ্রমিক পান না, এমনটাই অভিযোগ এনেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার তাঁর বক্তব্যকে সমর্থন জানালেন কঙ্গনা রানাওয়াত। তাঁর বক্তব্য, সত্যিই এমনটা হয়। তবে কঙ্গনার দাবি, তিনি সহ-অভিনেতার সমান পারিশ্রমিকই পান।
আক্ষেপ মনোজের
ছোট থেকেই স্ট্রাগেল নিত্য সঙ্গী অভিনেতা মনোজ বাজপেয়ীর। তবে টাইপকাস্ট নিয়ে অতীতে মুখ খোলেননি তিনি। এবার এক সাক্ষাৎকারে জানালেন, তাঁকে অনেকেই বলেছেন, তিনি নাকি নায়ক বা খলনায়ক—কোনও দলেই পড়েন না। ফলে বিশেষ একধরনের চরিত্রের জন্যই তাঁর চাহিদা তুঙ্গে। ছকভাঙা ছবির প্রস্তাব খুব একটা আসে না তাঁর কাছে। আক্ষেপের সুর অভিনেতার কণ্ঠে।
কোথায় এখন দেব
দেব এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ‘ব্যোমকেশ বক্সি’র শুটিং-এ। সদ্য মধ্যপ্রদেশে শেষ করেছেন ছবির দ্বিতীয় ভাগের কাজ। এবার তৃতীয় ধাপের কাজ শেষ করার পালা। টিম নিয়ে তিনি পাড়ি দিলেন ঝাড়খণ্ডে। সেখানেই এবার চলবে আগামী বেশ কিছু দিন শুট।
প্রসেনজিতের নয়া সিরিজ ২ জুন
‘জুবিলি’-র পর এবার ‘স্কুপ’। নয়া সিরিজ আসছে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার। সাংবাদিকের ভুমিকায় দেখা যাবে অভিনেতাকে। সিরিজটি মুক্তি পাবে নেটফ্লিক্সে, এবার ঘোষণা করা হল তারিখ: ২ জুন।
শেষ ‘মিঠাই’-এর শুট
গত কয়েকমাস ধরেই জল্পনা ছিল তুঙ্গে। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ দিনের শুট হয়ে গেল জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর। ৩১ মে, বুধবার শেষ শুটিং হল, এ দিন সেটে হাজির ছিলেন সকলেই। খবর সামনে আসতেই আবেগঘন ভক্তমহল।
গাড়ি কিনলেন কিয়ারা
বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হলেন কিয়ারা আডবাণী। যার ফলে তাঁর আয়ের অংশও কম নয়। এবার নিজেকেই নিজে দিলেন উপহার। বাড়িতে এল নয়া সদস্য, কিনে ফেললেন নিজের জন্য মার্সিডিজ়, দাম ২.৬৯ কোটি টাকা।
৮৩ বছরে বাবা অস্কারজয়ী অভিনেতা
বয়স সংখ্যা মাত্র। তা আবারও একবার প্রমাণ করে দিলেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা অ্যাল পাচিনো। ৮৩ বছর বয়সে সুখবর শোনালেন। বাবা হতে চলেছেন তিনি। তাঁর ২৯ বছর বয়লী বান্ধবী নূর আলফাল্লাহ বর্তমানে অন্তঃসত্ত্বা। ২০২২-এ তাঁদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। বছর ঘুরতে না ঘুরতেই নতুন খবর শোনালেন এই জুটি।