Usti Student Death: বাবা-মা ধান কাটতে, তখনই ছেলে ঘটাল..
বাড়ি থেকে এক স্কুলপড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার উস্তির নাজরা গ্রামে বাড়ির ভেতরে গলায় নাইলনের ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় ১৩ বছরের সজল মণ্ডলের দেহ। পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বাড়ি থেকে এক স্কুলপড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার উস্তির নাজরা গ্রামে বাড়ির ভেতরে গলায় নাইলনের ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় ১৩ বছরের সজল মণ্ডলের দেহ। পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মৃত স্কুল ছাত্রের আত্মীয় ও প্রতিবেশীরা খুনের অভিযোগ তুলেছেন।
জমি বিবাদের জেরে এই খুন হতে পারে বলে অভিযোগ। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আজ দেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মত পুলিশের। মৃত ছাত্র স্থানীয় সরাচি হাইস্কুলে সপ্তম শ্রেণীতে পড়ত। বাবা- মায়ের একমাত্র সন্তান। এদিন দুপুরে বাবা- মা মাঠে ধান কাটতে গিয়েছিল। বাড়িতে একাই ছিল সজল। পরে বাড়ি ফিরে দেখে সজলের ঝুলন্ত দেহ।