Katwa School News: ক্লাসে রিলস, শিক্ষকদের শাসন, তারপর…

| Edited By: Moumita Das

Sep 21, 2023 | 8:53 PM

প্রতিবাদ করায় ছাত্রীদের হুমকি।শিক্ষকদের জানালে অভিযুক্ত ছাত্রকে শাসন করায় লাঠি সোটা নিয়ে প্রধান শিক্ষকের উপর চড়াও ছাত্রের বাবা।অভিযোগ পেয়ে পুলিশের হাতে আটক ছাত্র ও তার বাবা।কাটোয়ার সিঙ্গি পঞ্চায়েতের ওকরসা উচ্চ বিদ্যালয়ের ঘটনা।

স্কুলে মোবাইল ফোন এনে ছাত্রীদের অলক্ষ্যে তাদের পিছনে রেখে বানানো হতো রিলস।অভিযুক্ত স্কুলের এক ছাত্র।প্রতিবাদ করায় ছাত্রীদের হুমকি।শিক্ষকদের জানালে অভিযুক্ত ছাত্রকে শাসন করায় লাঠি সোটা নিয়ে প্রধান শিক্ষকের উপর চড়াও ছাত্রের বাবা।অভিযোগ পেয়ে পুলিশের হাতে আটক ছাত্র ও তার বাবা।কাটোয়ার সিঙ্গি পঞ্চায়েতের ওকরসা উচ্চ বিদ্যালয়ের ঘটনা।

দ্বাদশ শ্রেণীর ছাত্র শামসুদ্দিন শেখ।অভিযোগ সে লুকিয়ে স্কুলে মোবাইল এনে বিভিন্ন ক্লাসের ছাত্রীদের অলক্ষ্যে ভিডিও বানিয়ে রিলস বানাতো।এছাড়াও অভিযোগ ছাত্রীদের উদ্যেশ্যে নানান অঙ্গভঙ্গি করত।গত বুধবার প্রতিবাদ করে স্কুলের শিক্ষকদের জানায় ছাত্রীরা।অভিযুক্ত ছাত্রকে সাবধান করে শাসন করেন প্রধান শিক্ষক।আজ বেলার দিকে স্কুল চলাকালীন ওই ছাত্র ও তার বাবা মোমিন শেখ সহ কয়েকজন লাঠি সোটা নিয়ে চড়াও হয় প্রধান শিক্ষক জয়ন্ত সরকারের উপর।স্কুলের অনান্য শিক্ষক শিক্ষিকারা এসে প্রধান শিক্ষককে বাঁচান।খবর দেওয়া হয় থানায়,পুলিশ এসে বাবা ও ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।যদিও অভিযুক্ত ছাত্র ঘটনার কথা অস্বীকার করেছে।এড়িয়ে গেছে তার বাবা।