Subarna Goswami: পাহাড়ে বদলি হয়ে সুবর্ণর ভয়ঙ্কর অভিযোগ

| Edited By: সোমনাথ মিত্র

Mar 22, 2025 | 5:48 PM

বর্তমান সরকারের আমলে এই নিয়ে অষ্টমবার বদলি হচ্ছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তিনি যে পদে রয়েছেন, তেমন উচ্চপদস্থদের সচরাচর বদলি হয় না বলেই দাবি চিকিৎসকের। পাশাপাশি শাসক ঘনিষ্ঠরা কীভাবে এই বদলির জাল থেকে বেঁচে যাচ্ছেন, তা-ও উঠে এল সুবর্ণ গোস্বামীর বক্তব্যে। দেখুন ভিডিয়ো

বর্তমান সরকারের আমলে এই নিয়ে অষ্টমবার বদলি হচ্ছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তিনি যে পদে রয়েছেন, তেমন উচ্চপদস্থদের সচরাচর বদলি হয় না বলেই দাবি চিকিৎসকের। পাশাপাশি শাসক ঘনিষ্ঠরা কীভাবে এই বদলির জাল থেকে বেঁচে যাচ্ছেন, তা-ও উঠে এল সুবর্ণ গোস্বামীর বক্তব্যে। দেখুন ভিডিয়ো