Subhas Sarkar News: মাটি রাজনীতি

| Edited By: Tapasi Dutta

Aug 16, 2023 | 6:13 PM

বিজেপির ঘোষিত আমার দেশ আমার মাটি কর্মসূচীর বাঁকুড়ায় সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। আজ বাঁকুড়া এক নম্বর ব্লকের কাঞ্চনপুরে ও বাঁকুড়া ২ নম্বর ব্লকের জগদল্লা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মাটি সংগ্রহ করেন শিক্ষা প্রতিমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পায়ের তলার মাটি হারিয়ে এখন নাটক করছে কটাক্ষ তৃনমূলের।

বিজেপির ঘোষিত আমার দেশ আমার মাটি কর্মসূচীর বাঁকুড়ায় সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। আজ বাঁকুড়া এক নম্বর ব্লকের কাঞ্চনপুরে ও বাঁকুড়া ২ নম্বর ব্লকের জগদল্লা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মাটি সংগ্রহ করেন শিক্ষা প্রতিমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পায়ের তলার মাটি হারিয়ে এখন নাটক করছে কটাক্ষ তৃনমূলের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দেশ জুড়ে জনসংযোগ আরো নিবীড় করতে আমার দেশ আমার মাটি কর্মসূচী ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। মোট পাঁচ দফায় এই কর্মসূচী চলবে। এই কর্মসূচীর প্রথম ধাপ অনুযায়ী দেশের প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে সেখান থেকে মাটি সংগ্রহ করবেন বিজেপি কর্মীরা। কলসে সংগৃহীত সেই মাটি ব্লক স্তর হয়ে পৌঁছে যাবে দিল্লির কর্তব্যপথে। আজ বাঁকুড়া এক নম্বর ব্লকের কাঞ্চনপুর ও বাঁকুড়া দু’নম্বর ব্লকের জগদল্লা গ্রামে কলস হাতে বাড়ি বাড়ি ঘুরে মাটি সংগ্রহ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। শিক্ষা প্রতিমন্ত্রীর দাবী মানুষ অতি উৎসাহের সাথে তাঁর হাতে এই মাটি তুলে দিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই কর্মসূচীকে নাটক বলে কটাক্ষ করেছে তৃনমূল। তৃনমূলের দাবী একশো দিনের কাজের প্রকল্প, আবাস প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করার ফল এই পঞ্চায়েত নির্বাচনে পেয়েছে বিজেপি। সামনের লোকসভা নির্বাচনে আর এ রাজ্যে পদ্ম ফুটবে না। শুধু পদ্মর ডাঁটা নিয়ে সুভাষ সরকারদের দিল্লি যেতে হবে। তা বুঝতে পেরেই এই নাটক করছেন সুভাষ সরকাররা।