Subhashree Ganguly: ট্রোলারদের উদ্দেশে বিস্ফোরক শুভশ্রী, যেভাবে করলেন প্রতিবাদ
Tollywood Gossip: বহুদিন থেকেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় ট্রোলারদের প্রিয় 'টপিক'। তিনি যাই-ই করেন, তাই নিয়েই হয় কটাক্ষ। বাংলা সিনেমার প্রথম সারির এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। এবার সেই সব সমালোচকের উদ্দেশে বিস্ফোরক প্রতিবাদ শুভশ্রীর। সকলের সামনেই, ইমেজের চিন্তা না করেই দেখালেন মধ্যমা অর্থাৎ মিডল ফিঙ্গার! প্রতিবাদ করলেন এভাবেই।
ভিকিকে ‘চড়’ রণবীরের!
এমনটা যে হবে, খানিক প্রত্যাশিতই ছিল। কিন্তু ‘চড়’-এর ওজন যে এত বেশি হবে, তা হয়তো আশা করতে পারেননি অনেকেই। গতকাল অর্থাৎ শুক্রবার মুক্তি পেয়েছে ভিকি কৌশলের ছবি ‘শাম বাহাদুর’। ও দিকে, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ও মুক্তি পেয়েছে একই দিনে। বক্সঅফিস অব ইন্ডিয়ার রিপোর্ট জানাচ্ছে, প্রথম দিনে শুধু দেশেই ‘অ্যানিম্যাল’-এর আয় প্রায় ৬১ কোটি টাকা। আর ‘শাম বাহাদুর’-এর আয় মাত্র ৬ কোটি টাকা।
ন্যুড সিন ভাইরাল
তিন ঘণ্টা ৩৫ মিনিটের একটি ছবি, আর এই ছবি ঘিরেই এখন চারিদিক উত্তাল। কেউ বলছেন, ‘জঘন্য’। আবার কারও মতে, ২০২৩-এর সব থেকে ভাল ছবিটি বানিয়ে ফেলেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা। এ নিয়ে যখন হচ্ছে জোর আলোচনা, ঠিক তখনই ওই ছবি অর্থাৎ ‘অ্যানিম্যাল’ থেকে ভাইরাল হয়ে গেল এক নগ্ন দৃশ্য। দৃশ্যটি অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী তৃপ্তি দিমরির। ন্যুড সিন নিয়েই এখন চারিদিকে হইচই।
ঐশ্বর্যকে খামচালেন শাহরুখ
‘দেবদাস’ ছবির শুটিংয়ে এক অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল। ছবিতে ছিল ‘ব্যায়রি পিয়া’ গানটি। দোলনায় দুলে রোম্য়ান্টিক দৃশ্যের শুটিং করছিলেন শাহরুখ খান এবং ঐশ্বর্য রাই বচ্চন। দোলনায় দুলতে ভয় পান শাহরুখ। গোটা শুটিংয়ে ঐশ্বর্যর হাত খামচে ধরে রেখেছিলেন তিনি।
সম্পত্তিতে নেই ভাগ!
১৯৬১ সালের এক আইনের অধীনে চলে গিয়েছে পতৌদিদের সম্পত্তি। পতৌদি এবং ভোপাল প্রাসাদের মতো জাতীয় সম্পত্তির উপর অধিকার দাবি করতে পারবেন না কেউ এবং সেগুলির উত্তরাধিকারীও হতে পারবেন না। আর সেই কারণে সেই কারণেই সইফের চার সন্তান—সারা, ইব্রাহিম, তৈমুর এবং জেহ—সম্পত্তির কানাকড়িও পাবে না পরবর্তীকালে।
হাঁটতে শিখেছে রাহা
পা ফেলে-ফেলে হাঁটা শিখছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের কন্যা রাহা কাপুর। সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’। ছবিটি বক্স অফিসে ভাল ফল করছে। সেই উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে নেটমাধ্যমে আলিয়াই জানিয়েছেন রাহা হাঁটছে।
মধ্যমা দেখালেন শুভশ্রী
বহুদিন থেকেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় ট্রোলারদের প্রিয় ‘টপিক’। তিনি যাই-ই করেন, তাই নিয়েই হয় কটাক্ষ। বাংলা সিনেমার প্রথম সারির এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। এবার সেই সব সমালোচকের উদ্দেশে বিস্ফোরক প্রতিবাদ শুভশ্রীর। সকলের সামনেই, ইমেজের চিন্তা না করেই দেখালেন মধ্যমা অর্থাৎ মিডল ফিঙ্গার! প্রতিবাদ করলেন এভাবেই।
সৌরভকে বিয়ে করতে মানা দর্শনাকে
১৫ ডিসেম্বর বিয়ে করছেন অভিনেতাদ্বয় সৌরভ দাস এবং দর্শনা বণিক। সম্প্রতি এক অনুষ্ঠানে ফুচকা খেতে দেখা যায় দর্শনা-সৌরভকে। রিল ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। তাতে এক অনুরাগী দর্শনাকে বলেছেন, “দর্শনাদি তুমি সৌরভকে বিয়ে করবে না। সে একটা ফালতু লোক। তাঁর সঙ্গে তোমাকে মানাবে না…”। এত বড় কথা শুনে চুপ ছিলেন দর্শনা।
মিথ্যে বলছেন দর্শনা!
আর মাত্র কিছু দিনের অপেক্ষা। বিয়ে করছেন অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বণিক। এরই মধ্যে দর্শনার নামে অভিযোগ, তিনি মিথ্যে কথা বলছেন! সম্প্রতি এক পেজ থেকে দর্শনার ‘আইবুড়ো ভাত খাওয়ার’ এক ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োতে বলা হয়েছে, এটি তাঁর ‘সারপ্রাইজ’ আইবুড়ো ভাত। এ দিকে, ভিডিয়োতে দেখা যাচ্ছে, শাড়ি পরে, সেজেগুজে তৈরি নায়িকা। এরপরেই মন্তব্য বক্সে নেটিজেনদের অভিযোগ, “সবটাই সাজানো, মিথ্যে বলছে দর্শনা”। যদিও দর্শনার দাবি, আইবুড়ো ভাত খাওয়ানো হবে তা তিনি জানতেন। তবে জানতেন না যে, এত আয়োজন করা হয়েছে।
সমুদ্রের সঙ্গে কথা অনুপমের
পরম-পিয়ার বিয়ে নিয়ে যখন নেটমহলে ভরপুর ট্রোলিং, তখন বাবা-মায়ের সঙ্গে ভাইজ়্যাকের সমুদ্র সৈকতে ছুটে গেলেন পিয়ার প্রাক্তন স্বামী গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায়। শান্তির খোঁজ করলেন সেখানেই। ছবি পোস্ট করেছেন ভাইজ়্যাগের সমুদ্র সৈকত থেকে। ক্যাপশনে লিখেছেন, “সমুদ্রের সঙ্গে কিছু কথা…”।