‘জ্ঞানেশ্বরী নাশকতায় তৃণমূল জড়িত, এখন ওরা তৃণমূলের নয়নের মণি’, এতদিনে কাকে নিয়ে মুখ খুললেন শুভেন্দু?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 28, 2025 | 8:13 PM

ছত্রধর মাহাতর প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, “তৃণমূল কংগ্রেসের রাজ্যের নাকি সম্পাদক, সেই ছত্রধর মাহাত, এখানে জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন। সালটা ২০০৭-০৮। কীভাবে মাইলের পর মাইল জঙ্গলমহলের বৃদ্ধবৃদ্ধাদের হাঁটাতেন মিছিলে। সেই ছত্রধর মাহাত এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মনি।”

ঝাড়গ্রাম: বিধানসভা নির্বাচনের আগে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বিস্ফোরণের প্রসঙ্গ টেনে আনলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিস্ফোরক অভিযোগ, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনার ষড়যন্ত্রে তৃণমূল জড়িত। তাঁর আরও বক্তব্য, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় জড়িতরা এখনও তৃণমূলে রয়েছেন। ছত্রধর মাহাত তৃণমূলের নয়নের মণি বলেও উল্লেখ করেন শুভেন্দু। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সভা থেকে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। ছত্রধর মাহাতর প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, “তৃণমূল কংগ্রেসের রাজ্যের নাকি সম্পাদক, সেই ছত্রধর মাহাত, এখানে জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন। সালটা ২০০৭-০৮। কীভাবে মাইলের পর মাইল জঙ্গলমহলের বৃদ্ধবৃদ্ধাদের হাঁটাতেন মিছিলে। সেই ছত্রধর মাহাত এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মনি।”