Sugatha Bose on JU: যাদবপুর নিয়ে মুখ খুললেন সুগত বসু

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 24, 2023 | 7:42 PM

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে হতাশা ব্যক্ত করলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন সাংসদ সুগত বসু। সেই সঙ্গে রাজ্যপালকেও কটাক্ষ করলেন তিনি। জানিয়ে দিলেন কোন বিশ্ববিদ্যালয়েই এই ধরনের র‍্যাগিং যেন বরদাস্ত করা না হয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে হতাশা ব্যক্ত করলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন সাংসদ সুগত বসু। সেই সঙ্গে রাজ্যপালকেও কটাক্ষ করলেন তিনি। জানিয়ে দিলেন কোন বিশ্ববিদ্যালয়েই এই ধরনের র‍্যাগিং যেন বরদাস্ত করা না হয়। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয়ের বার্ষিক বক্তৃতায় যোগ দিতে আসেন হাভার্ড বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন র‍্যাগিং কড়া হাতে দমন করতে হবে। বিশ্ব বিদ্যালয়ের পঠন পাঠনের সুস্থ পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে হবে। তবে এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও কটাক্ষ করতে ছাড়েননি সুগত বসু। তিনি বলেন, “আমাদের যেগুলো নামকরা বিশ্ববিদ্যালয় সেখানে প্রথমত স্থায়ী উপাচার্য দরকার। এভাবে রাজ্যপাল পাঠিয়ে দিচ্ছেন একে ওকে এভাবে তো সমস্যার সমাধান হয়না। আমাদের একটা পদ্ধতির অনুসারে ঠিক ভাবে যাতে বিশ্ববিদ্যালয়গুলি চলে সেটা দেখতে হবে।“