SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোর, কুণাল বললেন…
SIR আতঙ্কে রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মহত্যার ঘটনা ঘটছে বলে গত কয়েকদিনে বারবার সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ির মালবাজারে এক বিএলও-র আত্মহত্যার ঘটনায় এসআইআরের কাজের চাপের অভিযোগ তুলেছে পরিবার। তারপরই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনাহীনভাবে এসআইআর করা হচ্ছে বলে উল্লেখ করে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে চাপানউতোর ক্রমশ বাড়ছে। মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। আবার চিঠি দিতে এতদিন কেন সময় লাগল, সেই প্রশ্ন তুললেন সিপিএমের সুজন চক্রবর্তী। অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করলেন, এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনা বাড়ছে। বিএলও-দের উপরও চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁরাও অসুস্থ হয়ে পড়ছেন। মুখ্যমন্ত্রী বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে চিঠি দিয়েছেন বলে দাবি কুণালের।
SIR আতঙ্কে রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মহত্যার ঘটনা ঘটছে বলে গত কয়েকদিনে বারবার সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ির মালবাজারে এক বিএলও-র আত্মহত্যার ঘটনায় এসআইআরের কাজের চাপের অভিযোগ তুলেছে পরিবার। তারপরই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনাহীনভাবে এসআইআর করা হচ্ছে বলে উল্লেখ করে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে চাপানউতোর ক্রমশ বাড়ছে। মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। আবার চিঠি দিতে এতদিন কেন সময় লাগল, সেই প্রশ্ন তুললেন সিপিএমের সুজন চক্রবর্তী। অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করলেন, এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনা বাড়ছে। বিএলও-দের উপরও চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁরাও অসুস্থ হয়ে পড়ছেন। মুখ্যমন্ত্রী বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে চিঠি দিয়েছেন বলে দাবি কুণালের।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

