যুবভারতীকাণ্ডের এক সপ্তাহ পর মুখ খুললেন সুজিত বসু

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 21, 2025 | 7:39 PM

মাঠে মেসিকে ঠিক মতো দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দর্শকরা। যুবভারতী ক্রীড়াঙ্গন সেদিন যেন রণাঙ্গনে পরিণত হয়েছিল। স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গ্যালারির সিসিটিভি ফুটেজ দেখে বাকিদেরও শণাক্ত করার চেষ্টায় বিধাননগর গোয়েন্দা দফতর।

যুবভারতীকাণ্ডের এক সপ্তাহ পর মুখ খুললেন সুজিত বসু। ‘সরকার তদন্ত কমিটি গঠন করেছে, রিপোর্ট দিক…’, এখনই যুবভারতী নিয়ে কিছু বলতে চাইলেন না দমকলমন্ত্রী।   যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনা এখনও ভুলতে পারছে না ফুটবলপ্রেমীরা। মাঠে মেসিকে ঠিক মতো দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দর্শকরা। যুবভারতী ক্রীড়াঙ্গন সেদিন যেন রণাঙ্গনে পরিণত হয়েছিল। স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গ্যালারির সিসিটিভি ফুটেজ দেখে বাকিদেরও শণাক্ত করার চেষ্টায় বিধাননগর গোয়েন্দা দফতর।