Sukanta Majumder: পাকিস্তানে ভাঁড়ের মা ভবানী: সুকান্ত

| Edited By: সোমনাথ মিত্র

May 10, 2025 | 8:44 PM

ট্রাম্পের কথাতে অবশেষে সংঘর্ষ-বিরতি। আকাশ, স্থল, জল, কোনও পথেই সেনা আর কোনও ‘অ্য়াকশন’ হবে না। শনিবার বিকেল ৫.৪৫ নাগাদ যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। এই আবহেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিলেন তিরঙ্গা যাত্রায় শামিল হওয়ার ডাক। আগামী ১৩ ই মে কলকাতা থেকে হবে তিরঙ্গা যাত্রা। সে ঘোষণার পাশাপাশি পাকিস্তানকে কটাক্ষ […]

ট্রাম্পের কথাতে অবশেষে সংঘর্ষ-বিরতি। আকাশ, স্থল, জল, কোনও পথেই সেনা আর কোনও ‘অ্য়াকশন’ হবে না। শনিবার বিকেল ৫.৪৫ নাগাদ যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। এই আবহেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিলেন তিরঙ্গা যাত্রায় শামিল হওয়ার ডাক। আগামী ১৩ ই মে কলকাতা থেকে হবে তিরঙ্গা যাত্রা। সে ঘোষণার পাশাপাশি পাকিস্তানকে কটাক্ষ করতেও ছাড়েনি সুকান্ত। কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো

Published on: May 10, 2025 08:35 PM