Sundarbans Weather Alert: বিপদ বাড়ছে সাগরে

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Sep 14, 2023 | 1:04 PM

নিম্নচাপ ও কটালের জোড়া ফলায় দুর্যোগ শুরু দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। টানা বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। আকাশ মেঘে ঢাকা। নিম্নচাপের পাশাপাশি আজ থেকে শুরু হচ্ছে অমাবস্যার কটাল। নিম্নচাপ ও কটালের জোড়া ফলায় আজ থেকে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে।

নিম্নচাপ ও কটালের জোড়া ফলায় দুর্যোগ শুরু দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। টানা বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। আকাশ মেঘে ঢাকা। নিম্নচাপের পাশাপাশি আজ থেকে শুরু হচ্ছে অমাবস্যার কটাল। নিম্নচাপ ও কটালের জোড়া ফলায় আজ থেকে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। জলোচ্ছ্বাসের জেরে ক্ষতিগ্রস্থ হতে পারে সুন্দরবনের বেহাল নদী ও সমুদ্র বাঁধ। জল ঢুকতে পারে উপকূলের গ্রামগুলিতে। অন্যদিকে সমুদ্র উত্তাল থাকায় আজ থেকে টানা তিন দিন গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, রাজষ সরকারের পক্ষ থেকে আমাদের কাছে সতর্কবার্তা এসেছে। আজ থেকে টানা তিন দিন গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে