RG Kar Hospital: সুনীতার পাশে গোটা পাড়া
পলতায় দূর্ঘটনায় আহত ছাত্রীকে দেখতে গতকাল আর জি কর হাসপাতালে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।ছাত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এবার চাঁপদানীতে ছাত্রীর বাড়ির দরজায় তাকে সাহায্যের আবেদন জানিয়ে নোটিশ দিল স্থানীয়রা।"প্লিজ হেল্প এভরিওয়ান সুনীতা বর্মা"।
পলতায় দূর্ঘটনায় আহত ছাত্রীকে দেখতে গতকাল আর জি কর হাসপাতালে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।ছাত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এবার চাঁপদানীতে ছাত্রীর বাড়ির দরজায় তাকে সাহায্যের আবেদন জানিয়ে নোটিশ দিল স্থানীয়রা।”প্লিজ হেল্প এভরিওয়ান সুনীতা বর্মা”। ব্যারাকপুরের মহাদেবানন্দ কলেজের ছাত্রী সুনীতা বর্মা এই মুহুর্তে ভর্তি উত্তর কলকাতার আর জি কর হাসপাতালের আই সি ইউ তে।তার বাড়ী চাঁপদানীর বি এম রোড আদর্শনগরে।গত সাত তারিখ কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় পতলায় ট্রেনে দূর্ঘটনায় একটি পা বাদ যায়,আরেক পায়ের আঙুল বাদ যায়। তাকে প্রথমে বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে আর জি কর হাসপাতালে।সেই থেকেই তার মা ও পরিবারের লোকজন পড়ে রয়েছেন হাসপাতালে। সুনীতার এক দিদি আছে যার বিয়ে হয়ে গিয়েছে অন্যত্র। লিট্টি ঘুগনি বিক্রি করে অভাবের সংসার কোনো ভাবে চলে। সুনীতা হিন্দি অনার্স বি এ দ্বিতীয় বর্ষের ছাত্রী।পরীক্ষা দিতে গিয়েছিল বৃহস্পতিবার সকালে।পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় ট্রেনে উঠতে গিয়ে লাইনে পরে যায়।দূর্ঘটনায় পা বাদ যায় তার।